ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শতবর্ষী কমরেড মহত আলীর মহাপ্রয়াণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার প্রবীণতম কমরেড, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র আজীবন সদস্য, জেলা কমিটির সাবেক সদস্য মহত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার ভোর পৌনে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ার নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল বরেন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংরক্ষিত তথ্যানুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১ শ বছর। ১৯৪৭ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ থেকে এ দেশে চলে আসেন তিনি। তরুণ বয়সেই তিনি অবিভক্ত ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে সম্পৃক্ত হন।
এ দেশে তিনি চুয়াডাঙ্গার তৎকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রহমান জোয়ার্দ্দার, আতিয়ুর রহমান, শফিউদ্দিনের সঙ্গে সাহসী পদক্ষেপের সাথে পার্টি-সংগঠন গড়ে তোলার কাজে নিয়োজিত হন। এই সংগ্রামী কমরেড তাঁর সুদীর্ঘ জীবনে পার্টির কাজে সর্বদা নিষ্ঠার সাথে সক্রিয় ছিলেন। দারিদ্র, রোগ-শোক কোনোকিছুই তাঁর আজীবন লালিত স্বপ্ন মানবমুক্তির লক্ষ্যে সমাজ বিপ্লবের লড়াই থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। গণতন্ত্র ও সমাজতন্ত্রের লড়াইয়ে মৃত্যুর পূর্বাবধি তিনি ছিলেন একজন সমাজবদলের সৈনিক।

এদিকে গতকাল বাদ জোহর সুমিরদিয়া গোরস্থানে জানাযা শেষে কমরেড মহত আলীর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযার পূর্বে প্রয়াত কমরেডের শবদেহ লালপতাকায় আচ্ছাদিত করে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সিপিবি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কমরেড সৈয়দ মজনুর রহমান ও উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষে মিলন অধিকারী। পরে সিপিবির সদস্যবৃন্দ সংক্ষিপ্ত স্মৃতিচারণ শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে রেড স্যালুট জানান। এক শোকবিবৃতিতে কমরেড মহত আলীর মৃত্যতে চুয়াডাঙ্গা জেলা সিপিবি গভীর শোক ও তাঁর বিপ্লবী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শতবর্ষী কমরেড মহত আলীর মহাপ্রয়াণ

আপলোড টাইম : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার প্রবীণতম কমরেড, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র আজীবন সদস্য, জেলা কমিটির সাবেক সদস্য মহত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার ভোর পৌনে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ার নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল বরেন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংরক্ষিত তথ্যানুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১ শ বছর। ১৯৪৭ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ থেকে এ দেশে চলে আসেন তিনি। তরুণ বয়সেই তিনি অবিভক্ত ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে সম্পৃক্ত হন।
এ দেশে তিনি চুয়াডাঙ্গার তৎকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রহমান জোয়ার্দ্দার, আতিয়ুর রহমান, শফিউদ্দিনের সঙ্গে সাহসী পদক্ষেপের সাথে পার্টি-সংগঠন গড়ে তোলার কাজে নিয়োজিত হন। এই সংগ্রামী কমরেড তাঁর সুদীর্ঘ জীবনে পার্টির কাজে সর্বদা নিষ্ঠার সাথে সক্রিয় ছিলেন। দারিদ্র, রোগ-শোক কোনোকিছুই তাঁর আজীবন লালিত স্বপ্ন মানবমুক্তির লক্ষ্যে সমাজ বিপ্লবের লড়াই থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। গণতন্ত্র ও সমাজতন্ত্রের লড়াইয়ে মৃত্যুর পূর্বাবধি তিনি ছিলেন একজন সমাজবদলের সৈনিক।

এদিকে গতকাল বাদ জোহর সুমিরদিয়া গোরস্থানে জানাযা শেষে কমরেড মহত আলীর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযার পূর্বে প্রয়াত কমরেডের শবদেহ লালপতাকায় আচ্ছাদিত করে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সিপিবি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কমরেড সৈয়দ মজনুর রহমান ও উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষে মিলন অধিকারী। পরে সিপিবির সদস্যবৃন্দ সংক্ষিপ্ত স্মৃতিচারণ শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে রেড স্যালুট জানান। এক শোকবিবৃতিতে কমরেড মহত আলীর মৃত্যতে চুয়াডাঙ্গা জেলা সিপিবি গভীর শোক ও তাঁর বিপ্লবী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে।