ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে ডিসি, এসপি ও সিভিল সার্জনকে তিন হাজার পিস মাস্ক প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / ৪৬ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে তিন হাজার পিস উন্নতমানের সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার শীর্ষ তিন কর্মকর্তার কাছে এ মাস্ক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক মাস্ক গ্রহণ করেন। মাস্ক প্রদানকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, যুব রেডক্রিসেন্টের যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য যুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

অপর দিকে, জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এক হাজার পিস মাস্ক গ্রহণ করেন। এসময় রেডক্রিসেন্ট ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর থেকে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য মাস্ক পাঠানো হয়। ওই মাস্কগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে প্রদান করা হলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্টের উদ্যোগে ডিসি, এসপি ও সিভিল সার্জনকে তিন হাজার পিস মাস্ক প্রদান

আপলোড টাইম : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে তিন হাজার পিস উন্নতমানের সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার শীর্ষ তিন কর্মকর্তার কাছে এ মাস্ক প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক মাস্ক গ্রহণ করেন। মাস্ক প্রদানকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, যুব রেডক্রিসেন্টের যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য যুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

অপর দিকে, জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এক হাজার পিস মাস্ক গ্রহণ করেন। এসময় রেডক্রিসেন্ট ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর থেকে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য মাস্ক পাঠানো হয়। ওই মাস্কগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে প্রদান করা হলো।