ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত ও তিনজন গুর”তর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন পটলাপীরের মাজারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সজিব হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যায় সজিবের বন্ধু মার”ফ হোসেন (১৭)। নিহত সজিব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের শরিফ হোসেনের ছেলে ও নিহত মার”ফ একই এলাকার আকুব্বারের ছেলে। নিহত দুজনেই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের শ্রী বিজয় দাশের ছেলে নরসুন্দর শ্রী তপন দাশ (৩০), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠাণ্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিমদ্দীন (৪৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন কুকিয়াচাঁদপুর গ্রামের কোরবান আলীর ছেলে স্যানিটারি মিস্ত্রি শাহীন (২২)। এদিকে, গতকালই নিজ গ্রাম নতিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে দুই বন্ধুর মরদেহের জানাজা শেষে পাশাপাশি কবরে দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নষ্ট মোবাইল মেরামতের জন্য মোটরসাইকেলযোগে নিজ গ্রামে থেকে চুয়াডাঙ্গার আলী হোসেন সুপার মার্কেটে আসছিল দুই বন্ধু সজিব ও মার”ফ। একই সময়ে জেহালা মুন্সিগঞ্জ বাজারের নিজ সেলুনের দোকান থেকে কিস্তিতে কেনা মোটরসাইকেলের টাকা দিতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল নরসুন্দর তপন দাশ। অন্যদিকে, কুকিয়াচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কাজের জন্য আলমডাঙ্গা যাচ্ছিল স্যানিটারি মিস্ত্রি শাহীন এবং চুয়াডাঙ্গা বড় বাজার থেকে আলমসাধুযোগে মুদি দোকানের জন্য সয়াবিন তেল কিনে মুন্সিগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল আলমসাধু চালক আজিমউদ্দীন।
পথের মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড় পটলাপীরের মাজারের সামনে পৌঁছালে দ্র”তগতির তিন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষটি নিজ চোখে দেখতে পেয়ে আজিমউদ্দীন দ্র”ত তাঁর আলমসাধুটির ব্রেক করে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। এসময় তিন মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল ছুটে এসে তাঁর পায়ে আঘাত করে। এই সংঘর্ষে তিন মোটরসাইকেলের চারজন, আলমসাধুচালকসহ মোট পাঁচজন গুর”তর জখম হন। জখম পাঁচজনের মধ্যে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিবের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জর”রি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সজিবকে মৃত ঘোষণা করেন ও আহত অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সজিবের বন্ধু মার”ফেরও মৃত্যু হয়।
প্রত্যাক্ষদর্শী রফিকুল নামের এক ভ্যানচালক বলেন বলেন, ‘আমি নিজ ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় পটলাপীরের মাজারের সামনে আমার চোখের সামনে খুব দ্র”তগতির দুটি মোটরসাইকেলর মুখোমুখী সংঘর্ষ হয়। ঠিক সেসময় চুয়াডাঙ্গামুখী আরও একটি মোটরসাইকেল এসে ওই দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছুটে এসে রাস্তার পাশে দাঁড়ানো আলমসাধুর সঙ্গে ধাক্কা মারে। এক মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটে যায়। তখন আমিসহ স্থানীয় ব্যক্তিরা আহত মোট পাঁচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। তবে হাপসাতালে নেওয়ার পূর্বেই এক যুবকের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জর”রি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুর”তর আহত মোট পাঁচজনকে বেলা ১১টার দিকে জর”রি বিভাগে নেওয়া হয়। এর মধ্যে এক যুবককে আমরা মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। জর”রি বিভাগ থেকে অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন ঘোড়ামারা ব্রিজের অদূরে মোটরসাইকলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক ও হাপসাতালের নেওয়ার পর আরও এক যুবকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুজন মোটরসাইকেল চালক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক আলমসাধুচালকসহ মোট তিনজন আহত হয়েছে। আহত তিনজনই সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।’
অপর দিকে, গতকাল বিকেলেই নিহত দুই বন্ধু সজিব ও মার”ফের লাশ তাদের নিজ গ্রামে নেয় পরিবারের সদস্যরা। এশার নামাজ পর নতিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিনে মার”ফের জানাজা শেষে মসজিদ কবরস্থানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়। রাত ১০টার পরে একই মসজিদে জানাজা শেষে বন্ধু মার”ফের কবরের পাশেই সজিবের লাশের দাফন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত, আহত ৩

আপলোড টাইম : ০৯:০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত ও তিনজন গুর”তর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন পটলাপীরের মাজারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সজিব হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যায় সজিবের বন্ধু মার”ফ হোসেন (১৭)। নিহত সজিব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের শরিফ হোসেনের ছেলে ও নিহত মার”ফ একই এলাকার আকুব্বারের ছেলে। নিহত দুজনেই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের শ্রী বিজয় দাশের ছেলে নরসুন্দর শ্রী তপন দাশ (৩০), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠাণ্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিমদ্দীন (৪৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন কুকিয়াচাঁদপুর গ্রামের কোরবান আলীর ছেলে স্যানিটারি মিস্ত্রি শাহীন (২২)। এদিকে, গতকালই নিজ গ্রাম নতিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে দুই বন্ধুর মরদেহের জানাজা শেষে পাশাপাশি কবরে দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে নষ্ট মোবাইল মেরামতের জন্য মোটরসাইকেলযোগে নিজ গ্রামে থেকে চুয়াডাঙ্গার আলী হোসেন সুপার মার্কেটে আসছিল দুই বন্ধু সজিব ও মার”ফ। একই সময়ে জেহালা মুন্সিগঞ্জ বাজারের নিজ সেলুনের দোকান থেকে কিস্তিতে কেনা মোটরসাইকেলের টাকা দিতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল নরসুন্দর তপন দাশ। অন্যদিকে, কুকিয়াচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কাজের জন্য আলমডাঙ্গা যাচ্ছিল স্যানিটারি মিস্ত্রি শাহীন এবং চুয়াডাঙ্গা বড় বাজার থেকে আলমসাধুযোগে মুদি দোকানের জন্য সয়াবিন তেল কিনে মুন্সিগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল আলমসাধু চালক আজিমউদ্দীন।
পথের মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড় পটলাপীরের মাজারের সামনে পৌঁছালে দ্র”তগতির তিন মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষটি নিজ চোখে দেখতে পেয়ে আজিমউদ্দীন দ্র”ত তাঁর আলমসাধুটির ব্রেক করে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। এসময় তিন মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল ছুটে এসে তাঁর পায়ে আঘাত করে। এই সংঘর্ষে তিন মোটরসাইকেলের চারজন, আলমসাধুচালকসহ মোট পাঁচজন গুর”তর জখম হন। জখম পাঁচজনের মধ্যে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিবের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জর”রি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সজিবকে মৃত ঘোষণা করেন ও আহত অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সজিবের বন্ধু মার”ফেরও মৃত্যু হয়।
প্রত্যাক্ষদর্শী রফিকুল নামের এক ভ্যানচালক বলেন বলেন, ‘আমি নিজ ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় পটলাপীরের মাজারের সামনে আমার চোখের সামনে খুব দ্র”তগতির দুটি মোটরসাইকেলর মুখোমুখী সংঘর্ষ হয়। ঠিক সেসময় চুয়াডাঙ্গামুখী আরও একটি মোটরসাইকেল এসে ওই দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছুটে এসে রাস্তার পাশে দাঁড়ানো আলমসাধুর সঙ্গে ধাক্কা মারে। এক মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটে যায়। তখন আমিসহ স্থানীয় ব্যক্তিরা আহত মোট পাঁচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। তবে হাপসাতালে নেওয়ার পূর্বেই এক যুবকের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জর”রি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুর”তর আহত মোট পাঁচজনকে বেলা ১১টার দিকে জর”রি বিভাগে নেওয়া হয়। এর মধ্যে এক যুবককে আমরা মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। জর”রি বিভাগ থেকে অন্য চারজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানাধীন ঘোড়ামারা ব্রিজের অদূরে মোটরসাইকলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক যুবক ও হাপসাতালের নেওয়ার পর আরও এক যুবকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুজন মোটরসাইকেল চালক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক আলমসাধুচালকসহ মোট তিনজন আহত হয়েছে। আহত তিনজনই সদর হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।’
অপর দিকে, গতকাল বিকেলেই নিহত দুই বন্ধু সজিব ও মার”ফের লাশ তাদের নিজ গ্রামে নেয় পরিবারের সদস্যরা। এশার নামাজ পর নতিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিনে মার”ফের জানাজা শেষে মসজিদ কবরস্থানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়। রাত ১০টার পরে একই মসজিদে জানাজা শেষে বন্ধু মার”ফের কবরের পাশেই সজিবের লাশের দাফন করা হয়।