ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা দাবা লীগ-২০২২ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলসেডে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক জিপু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহ্বায়ক নাসির আহাদ জোয়ার্দ্দার প্রমুখ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় চুয়াডাঙ্গা জেলায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জেলা দাবা লীগ। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমূলে অর্থাৎ জেলা দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজন ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলাতেও দাবা লীগের আয়োজন করা হয়েছে। প্রথমবার আয়োজিত এ মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এ তিন দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলার ১০টি ক্লাব/সংস্থার ব্যানারে ৬০ জন প্লেয়ার অংশগ্রহণ করবেন। ম্যাচ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলসেডে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এর সভাপতি ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলায় প্রথমবারের মতো দাবা লীগ হতে যাচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে খেলাধুলার আয়োজন হচ্ছে। আমরা আয়োজনটিকে যথাসম্ভব উৎসবমুখর এবং প্রাণবন্ত করতে চেষ্টা করবো। জেলা দাবা লীগ দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রতিযোগিতা আয়োজন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা দাবা লীগ-২০২২ উদ্বোধন

আপলোড টাইম : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলসেডে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক জিপু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহ্বায়ক নাসির আহাদ জোয়ার্দ্দার প্রমুখ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় চুয়াডাঙ্গা জেলায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জেলা দাবা লীগ। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমূলে অর্থাৎ জেলা দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজন ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলাতেও দাবা লীগের আয়োজন করা হয়েছে। প্রথমবার আয়োজিত এ মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এ তিন দিনব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলার ১০টি ক্লাব/সংস্থার ব্যানারে ৬০ জন প্লেয়ার অংশগ্রহণ করবেন। ম্যাচ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলসেডে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এর সভাপতি ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলায় প্রথমবারের মতো দাবা লীগ হতে যাচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে খেলাধুলার আয়োজন হচ্ছে। আমরা আয়োজনটিকে যথাসম্ভব উৎসবমুখর এবং প্রাণবন্ত করতে চেষ্টা করবো। জেলা দাবা লীগ দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রতিযোগিতা আয়োজন করা হবে।