ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ রফিকুল মল্লিক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত রফিকুল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের হযরত মল্লিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে রফিকুল মল্লিকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধারসহ রফিকুলকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুল মল্লিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

আপলোড টাইম : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ রফিকুল মল্লিক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত রফিকুল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের হযরত মল্লিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে রফিকুল মল্লিকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধারসহ রফিকুলকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুল মল্লিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।