ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলি ও ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজী ঘর এবং ওহিদ স্টোরকে জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় পুরাতন গলির ভিতরে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজ ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র অনুমতি না নিয়ে গুড়া মসলার প্যাকেটের গায়ে মেয়াদ প্রদর্শন না করার অপরাধে আল আমিন স্টোরকে ২ হাজার এবং ক্রয়ের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে মেসার্স ওহিদ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড টাইম : ০৫:৫৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলি ও ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজী ঘর এবং ওহিদ স্টোরকে জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় পুরাতন গলির ভিতরে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজ ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র অনুমতি না নিয়ে গুড়া মসলার প্যাকেটের গায়ে মেয়াদ প্রদর্শন না করার অপরাধে আল আমিন স্টোরকে ২ হাজার এবং ক্রয়ের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে মেসার্স ওহিদ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।