ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বেস্ট বিউটি এক্সপার্ট কর্মশালার উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: হোয়াইট বাংলা আয়োজিত এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় সারাদেশে নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বিউটিফিকেশনের ওপর চারদিনের ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব মিলনায়তনে বেস্ট বিউটি এক্সপাট-২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির এ ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা জেলার টিম লিডার লরিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, টেকনিক্যাল এক্সপার্ট সেলিম হাসান সুমন ও প্রশিক্ষক জামির স্বপ্ন। প্রশিক্ষনে শতাধিক বিউটিশিয়ান অংশগ্রহণ করেন। কীভাবে মুখের পরিচর্যা করতে হবে, সেই বিষয়টি তাদেরকে হাতে-কলমে শেখানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিউটি পার্লার এখন শিল্পে পরিণত হয়েছে। এটা এখন আর কোনো শখ নয়। এর মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। পিছিয়ে পড়া যেসব নারীরা এই প্রশিক্ষণ নিচ্ছে, তারা আগামীতে বিউটি পার্লার দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ফ্রি ক্লাসের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বেস্ট বিউটি এক্সপার্ট কর্মশালার উদ্বোধন

আপলোড টাইম : ০৭:৪১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: হোয়াইট বাংলা আয়োজিত এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় সারাদেশে নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বিউটিফিকেশনের ওপর চারদিনের ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব মিলনায়তনে বেস্ট বিউটি এক্সপাট-২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির এ ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা জেলার টিম লিডার লরিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, টেকনিক্যাল এক্সপার্ট সেলিম হাসান সুমন ও প্রশিক্ষক জামির স্বপ্ন। প্রশিক্ষনে শতাধিক বিউটিশিয়ান অংশগ্রহণ করেন। কীভাবে মুখের পরিচর্যা করতে হবে, সেই বিষয়টি তাদেরকে হাতে-কলমে শেখানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিউটি পার্লার এখন শিল্পে পরিণত হয়েছে। এটা এখন আর কোনো শখ নয়। এর মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। পিছিয়ে পড়া যেসব নারীরা এই প্রশিক্ষণ নিচ্ছে, তারা আগামীতে বিউটি পার্লার দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ফ্রি ক্লাসের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।