ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬৪৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেনচুয়াডাঙ্গা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর আলম ওরফে এসিড আলম (৪৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর হরিয়ারপুর গ্রামের কাঁচা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২১)

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে একাডেমি মোড়ে অভিযান চালান। এসময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা আসা একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৫০৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গার আলোচিত মাদক ব্যবসায়ী এসিড আলমকে আটক করা হয়।

পরে বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সামনে অভিযান চালিয়ে ১৪০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দিনাজপুরের মেহেদী হাসানকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ২

আপলোড টাইম : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬৪৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেনচুয়াডাঙ্গা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর আলম ওরফে এসিড আলম (৪৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর হরিয়ারপুর গ্রামের কাঁচা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২১)

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে একাডেমি মোড়ে অভিযান চালান। এসময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা আসা একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৫০৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গার আলোচিত মাদক ব্যবসায়ী এসিড আলমকে আটক করা হয়।

পরে বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সামনে অভিযান চালিয়ে ১৪০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দিনাজপুরের মেহেদী হাসানকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।