ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রি দগ্ধ, রাজশাহী রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু হোসেন (৩১) নামের এক রডমিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এসময় রাজু হোসেনের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ রাজু চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার সাইফুল ইসলামের ছেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, গতকাল দুপুরে দশমাইল বদরগঞ্জ কলেজের সামনের রাস্তার পাশে অবস্থিত মোতালেব হাজীর গোডাউনের নির্মাণাধীন দ্বিতীয় তলায় রডমিস্ত্রির কাজ করছিলেন রাজু হোসেন। এসময় তাঁর হাতের একটি রড সরাতে গেলে রাস্তার কোল ঘেষে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন রাজু হোসেন। এসময় তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বেলা সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যরা রাজু হোসেনের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে সদর হাসপাতাল ত্যাগ করেন।

দগ্ধ রাজু হোসেনের সহকর্মী নয়ন হোসেন বলেন, ‘মোতালেব হাজীর গোডাউনের ওপরে দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। রাজু হোসেন লিল্টন ঢালাইয়ের জন্য রড সাজাচ্ছিল। এসময় একটি রড হাতে নিয়ে সরাতে গেলে রডের এক মাথা রাস্তার পাশের উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে লাগে। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। এসময় আমরা তাকে দ্রুত উদ্ধার করে হাপসাতালে ভর্তি করি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘বেলা দুইটার দিকে স্থানীয় ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট রাজু হোসেনকে জরুরি বিভাগে নেয়। তার হাত ও বুকের ওপরের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’ গতকাল রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ রাজু হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কার্যক্রম চলছিল। পরিবারের সদস্যদের থেকে আরও জানা যায়, তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রি দগ্ধ, রাজশাহী রেফার্ড

আপলোড টাইম : ০৭:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু হোসেন (৩১) নামের এক রডমিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এসময় রাজু হোসেনের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ রাজু চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার সাইফুল ইসলামের ছেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, গতকাল দুপুরে দশমাইল বদরগঞ্জ কলেজের সামনের রাস্তার পাশে অবস্থিত মোতালেব হাজীর গোডাউনের নির্মাণাধীন দ্বিতীয় তলায় রডমিস্ত্রির কাজ করছিলেন রাজু হোসেন। এসময় তাঁর হাতের একটি রড সরাতে গেলে রাস্তার কোল ঘেষে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারে স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন রাজু হোসেন। এসময় তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বেলা সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যরা রাজু হোসেনের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে সদর হাসপাতাল ত্যাগ করেন।

দগ্ধ রাজু হোসেনের সহকর্মী নয়ন হোসেন বলেন, ‘মোতালেব হাজীর গোডাউনের ওপরে দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। রাজু হোসেন লিল্টন ঢালাইয়ের জন্য রড সাজাচ্ছিল। এসময় একটি রড হাতে নিয়ে সরাতে গেলে রডের এক মাথা রাস্তার পাশের উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে লাগে। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। এসময় আমরা তাকে দ্রুত উদ্ধার করে হাপসাতালে ভর্তি করি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘বেলা দুইটার দিকে স্থানীয় ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট রাজু হোসেনকে জরুরি বিভাগে নেয়। তার হাত ও বুকের ওপরের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’ গতকাল রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ রাজু হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কার্যক্রম চলছিল। পরিবারের সদস্যদের থেকে আরও জানা যায়, তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল।