ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে চুয়াডাঙ্গায় উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টায় শ্বেতকপোত উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, বড় বাজারসহ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শুমারি কর্মীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসিউল ইসলাম জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে। এ জন্য জেলার পাঁচ উপজেলাকে ৩০টি জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় শুমারি গণনায় মোট ৩ হাজার ৫৪ জন কর্মী এবং ৫০৭ জন সুপারভাইজার অংশ নেবে। এছাড়া প্রত্যেক জোনে একজন আইটি সুপারভাইজার এবং একজন জোনাল অফিসার কাজ করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির উদ্বোধন

আপলোড টাইম : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে চুয়াডাঙ্গায় উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টায় শ্বেতকপোত উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, বড় বাজারসহ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শুমারি কর্মীরা অংশ নেন।

চুয়াডাঙ্গা জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসিউল ইসলাম জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে। এ জন্য জেলার পাঁচ উপজেলাকে ৩০টি জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় শুমারি গণনায় মোট ৩ হাজার ৫৪ জন কর্মী এবং ৫০৭ জন সুপারভাইজার অংশ নেবে। এছাড়া প্রত্যেক জোনে একজন আইটি সুপারভাইজার এবং একজন জোনাল অফিসার কাজ করবেন।