ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত হাসিবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলেজ মোড়ের মৃত নরশাদের ছেলে। নিহতের খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে। অপর দুর্ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে হাসনহাটির গ্রামের হামিদুলের ছেলে ছাব্বির হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টিসিবির পণ্য নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কৃষক হাসিবুল ইসলাম। পথের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলটি দুমড়ে হাসিবুল ইসলামের কানের মধ্যে একটি রড ঢুকে যায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে নিজ মোটরসাইকেলযোগে নয়মাইলে পেট্রোল নেওয়ার জন্য যাচ্ছিল ছাব্বির হোসেন। মোটরসাইকেলে নিয়ে পেট্রোল প্যাম্পের সামনে নিকট পৌঁছালে পিছিন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছাব্বির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকেও উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজের রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমী বলেন, ‘দুপুর ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় হাসিবুল ইসলামকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখী সংঘর্ষে বাইসাইকেল হাসিবুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোটরসাইকেলচালক ও আরোহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে। এবং আটককৃত দুজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত হাসিবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলেজ মোড়ের মৃত নরশাদের ছেলে। নিহতের খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে। অপর দুর্ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে হাসনহাটির গ্রামের হামিদুলের ছেলে ছাব্বির হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টিসিবির পণ্য নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কৃষক হাসিবুল ইসলাম। পথের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলটি দুমড়ে হাসিবুল ইসলামের কানের মধ্যে একটি রড ঢুকে যায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে নিজ মোটরসাইকেলযোগে নয়মাইলে পেট্রোল নেওয়ার জন্য যাচ্ছিল ছাব্বির হোসেন। মোটরসাইকেলে নিয়ে পেট্রোল প্যাম্পের সামনে নিকট পৌঁছালে পিছিন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছাব্বির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকেও উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজের রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমী বলেন, ‘দুপুর ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় হাসিবুল ইসলামকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখী সংঘর্ষে বাইসাইকেল হাসিবুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোটরসাইকেলচালক ও আরোহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে। এবং আটককৃত দুজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’