ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলডাঙ্গা উপজেলার গোকুলখালিতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফেরদৌস (১৬) ও শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের ইয়াকুব আলীর ছেলে লিটন হোসেন (২৬)। এদিকে জখম ফেরদৌসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, গতকাল সকালে লিটন হোসেন মেহেরপুর থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি মোড়ের অদূরে পৌঁছালে সামনে থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী ফেরদৌসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে লিটন হোসেন ও ফেরদৌস গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে সার্জারি বিভাগে অবজারভেশনে রাখেন। এবং ফেরদৌসের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় আহত দুজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়। দুজনের মধ্যে ফেরদৌসের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন আহত

আপলোড টাইম : ০৮:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: আলডাঙ্গা উপজেলার গোকুলখালিতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফেরদৌস (১৬) ও শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের ইয়াকুব আলীর ছেলে লিটন হোসেন (২৬)। এদিকে জখম ফেরদৌসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, গতকাল সকালে লিটন হোসেন মেহেরপুর থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গোকুলখালি মোড়ের অদূরে পৌঁছালে সামনে থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী ফেরদৌসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে লিটন হোসেন ও ফেরদৌস গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে সার্জারি বিভাগে অবজারভেশনে রাখেন। এবং ফেরদৌসের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় আহত দুজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়। দুজনের মধ্যে ফেরদৌসের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।