ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায়নি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন।

কারখানা মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বেলা একটার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। তার থেকে তুলায় আগুন লাগে। পাশাপাশি দুটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছায় হয়ে যায়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, ‘প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

আপলোড টাইম : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায়নি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন।

কারখানা মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বেলা একটার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। তার থেকে তুলায় আগুন লাগে। পাশাপাশি দুটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছায় হয়ে যায়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, ‘প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটতে পারে।’