ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উদ্ভাবনী বিষয়গুলোকে প্রদর্শন করা। সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। এদের মধ্যে যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রশাসনের ই-সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তি ও আবেদন করা, অনলাইনে চাকরির আবেদন করাসহ বিভিন্ন অনলাইন সেবার কার্যক্রমের মান আরও গতিশীল করা। এসব সেবার মান আরও আধুনিকায়নকরণের জন্য ডিজিটাল উদ্বোধনী মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাশরুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন। আলোচনা সভা শেষে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ শীর্ষক ৩ জনকে পুরস্কৃত করা হয়।
এর মধ্যে কৃষি বায়োস্কোপ একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগের জন্য সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর প্রথম স্থান, উপজেলা প্রশাসনের অধীনে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্ভাবনীর উদ্যোগের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া দ্বিতীয় স্থান ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসমূহ তৃতীয় স্থান অধিকার করে। এদিকে, মেলায় মোট প্যাভিলিয়ন ছিল ৩টি এবং স্টল ছিল ৯টি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৬:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উদ্ভাবনী বিষয়গুলোকে প্রদর্শন করা। সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। এদের মধ্যে যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রশাসনের ই-সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তি ও আবেদন করা, অনলাইনে চাকরির আবেদন করাসহ বিভিন্ন অনলাইন সেবার কার্যক্রমের মান আরও গতিশীল করা। এসব সেবার মান আরও আধুনিকায়নকরণের জন্য ডিজিটাল উদ্বোধনী মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাশরুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন। আলোচনা সভা শেষে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ শীর্ষক ৩ জনকে পুরস্কৃত করা হয়।
এর মধ্যে কৃষি বায়োস্কোপ একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগের জন্য সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর প্রথম স্থান, উপজেলা প্রশাসনের অধীনে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্ভাবনীর উদ্যোগের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া দ্বিতীয় স্থান ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসমূহ তৃতীয় স্থান অধিকার করে। এদিকে, মেলায় মোট প্যাভিলিয়ন ছিল ৩টি এবং স্টল ছিল ৯টি।