ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন ও জেলার ক্রীড়া অফিসের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর প্রমুখ। বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। উদ্বোধনী খেলায় অনুর্ধ্ব-১৭ বালিকা চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা জীবননগর উপজেলাকে ৭-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বিথি ৪টি ও চানমতি ৩টি গোল করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড টাইম : ০৮:৫৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন ও জেলার ক্রীড়া অফিসের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর প্রমুখ। বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। উদ্বোধনী খেলায় অনুর্ধ্ব-১৭ বালিকা চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা জীবননগর উপজেলাকে ৭-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বিথি ৪টি ও চানমতি ৩টি গোল করে।