ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসবের আহ্বায়ক কমিটি গঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাঁঠাল শুধু আমাদের জাতীয় ফলই নয়, খুবই পুষ্টিকর, ভেষজগুণ সমৃদ্ধ, সুলভ ও উপকারী ফল। এর কাণ্ড, শাখা, পাতা, শেকড় কোনো কিছুই বাদ দেওয়ার মতো নয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কাঁঠাল খেতে আগ্রহী নয়, বরং তাদের মধ্যে বিরূপ মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাহিদা না থাকায় মূল্য হ্রাস পাচ্ছে, ফলে কাঁঠালগাছ উজাড় হচ্ছে। হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাংলাদেশের এ জাতীয় ফল কাঁঠাল। প্রতিবছরের ন্যায় এবারও এ কাঁঠালকে নিয়ে এক ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ। উদীচী চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২।

এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের উদীচীর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী চুয়াডাঙ্গার সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় উদীচী চুয়াডাঙ্গার সংগঠনবিষয়ক সম্পাদক সংস্কৃতিকর্মী আসমা হেনা চুমকিকে আহ্বায়ক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীকে সদস্যসচিব করে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আদিল হোসেন, প্রচার সম্পাদক শাহেদ জামাল, সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, চলচ্চিত্র ও চারুকলা সম্পাদক শাওন কুমার রায়, নির্বাহী সদস্য সেলিম মল্লিক প্রমুখ।

পরে আহ্বায়ক কমিটি ‘জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২’ এর আয়োজনকে সফল করতে একটি সভা করে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ জুলাই শনিবার সকাল ৯টায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, আবৃত্তি, লোকগান ও কাঁঠালরঙ্গ পরিবেশিত হবে। মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। কাঁঠাল দিয়ে যত প্রকার খাদ্য-খাবার প্রস্তুত করা যায়, তারও একটি প্রদর্শনী থাকবে। থাকছে বিভিন্ন জাত ও আকারের কাঁঠাল প্রদর্শনী। তাছাড়া, রচনা, কবিতা আবৃত্তি প্রযোগিতাও অনুষ্ঠিত হবে। কাঁঠাল নিয়ে রচনা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ‘ংযধযবফ.হবফিৎরাব@মসধরষ.পড়স’ ঠিকানায় পাঠাতে হবে। অথবা এ প্রতিযোগিতা সম্পর্কে জানতে ০১৭১২-৩০৪৩৭৩/০১৭৩৪-২১৯৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও এ আয়োজনে এবার জেলার একজন সেরা কাঁঠাল চাষীকেও পুরস্কৃত করা হবে।

‘জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২’ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগিতা যেন দেখেও শান্তি। সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসবের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড টাইম : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: কাঁঠাল শুধু আমাদের জাতীয় ফলই নয়, খুবই পুষ্টিকর, ভেষজগুণ সমৃদ্ধ, সুলভ ও উপকারী ফল। এর কাণ্ড, শাখা, পাতা, শেকড় কোনো কিছুই বাদ দেওয়ার মতো নয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কাঁঠাল খেতে আগ্রহী নয়, বরং তাদের মধ্যে বিরূপ মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাহিদা না থাকায় মূল্য হ্রাস পাচ্ছে, ফলে কাঁঠালগাছ উজাড় হচ্ছে। হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাংলাদেশের এ জাতীয় ফল কাঁঠাল। প্রতিবছরের ন্যায় এবারও এ কাঁঠালকে নিয়ে এক ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ। উদীচী চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২।

এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের উদীচীর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদীচী চুয়াডাঙ্গার সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় উদীচী চুয়াডাঙ্গার সংগঠনবিষয়ক সম্পাদক সংস্কৃতিকর্মী আসমা হেনা চুমকিকে আহ্বায়ক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভীকে সদস্যসচিব করে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আদিল হোসেন, প্রচার সম্পাদক শাহেদ জামাল, সহ-সাধারণ সম্পাদিকা সম্পা দাস, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার, চলচ্চিত্র ও চারুকলা সম্পাদক শাওন কুমার রায়, নির্বাহী সদস্য সেলিম মল্লিক প্রমুখ।

পরে আহ্বায়ক কমিটি ‘জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২’ এর আয়োজনকে সফল করতে একটি সভা করে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ জুলাই শনিবার সকাল ৯টায় জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, আবৃত্তি, লোকগান ও কাঁঠালরঙ্গ পরিবেশিত হবে। মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হবে। কাঁঠাল দিয়ে যত প্রকার খাদ্য-খাবার প্রস্তুত করা যায়, তারও একটি প্রদর্শনী থাকবে। থাকছে বিভিন্ন জাত ও আকারের কাঁঠাল প্রদর্শনী। তাছাড়া, রচনা, কবিতা আবৃত্তি প্রযোগিতাও অনুষ্ঠিত হবে। কাঁঠাল নিয়ে রচনা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ‘ংযধযবফ.হবফিৎরাব@মসধরষ.পড়স’ ঠিকানায় পাঠাতে হবে। অথবা এ প্রতিযোগিতা সম্পর্কে জানতে ০১৭১২-৩০৪৩৭৩/০১৭৩৪-২১৯৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও এ আয়োজনে এবার জেলার একজন সেরা কাঁঠাল চাষীকেও পুরস্কৃত করা হবে।

‘জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২’ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবার এ আয়োজনকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগিতা যেন দেখেও শান্তি। সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।’