ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জাকমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাকমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীন সাহেব উপস্থিত আছেন। এই বয়সেও অসুস্থ অবস্থায় তিনি এ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেটে তিনি প্রেসকøাবের তিন তলায় উঠে এসেছেন। তাকেও আমি জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তাকে আজ সংবর্ধনা দেয়া হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। আজকে আমাদের বিসিএস ১৭ বছর পূর্তি। আমরা ভেবেছিলাম কিছু একটা করে এই দিনটি পালন করবো। কিন্তু বিভিন্ন কাজ ও চুয়াডাঙ্গাতে সাহিত্য সম্মেলন হওয়ার কারণে সেটা করে উঠতে পারিনি। তবে আপনারা আমাদের জন্যও একটি কেক কাটার ব্যবস্থা করেছেন, সেজন্যও আপনাদেরকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকেরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরে। চুয়াডাঙ্গার সাংবাদিকেরাও অনেক ঘটনা তুলে ধরে। চুয়াডাঙ্গাতেও আমি দেখলাম সাংবাদিকদের মধ্যে খুব ভালো লেখক-সাহিত্যিক রয়েছেন। আপনাদের কাজের মাধ্যমে আপনারা এগিয়ে যান। জেলা প্রশাসন আপনাদের সাথে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যদি কোনো বাধা আসে, তবে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা সাংবাদিক সমিতির উন্নয়নের জন্য বলেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। আপনারা চাইলে, সাংবাদিক সমিতির জন্যও অবশ্যই দেওয়া হবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সম্পাদক পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, সাংবাদিক সমিতি সাংবাদিকদের দাবি এবং অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্ম। জন্ম থেকে মারা যাওয়ার সময় পর্যন্ত দাবি দাওয়া থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, দাবি তো থাকবেই। দাবি দাওয়া আপনাদের যৌক্তির। আমার সাধ্যমতো আপনাদের প্লাটফর্মকে যেভাবে সহযোগিতা করা যায়, সেভাবে সহযোগিতা করা হয় এবং করা হবে।

তিনি আরও বলেন, এই সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, দীর্ঘপথ। এ সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমাজের দর্পনরুপে সমাজের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় তুলে ধরেন। আপনারা সকল উন্নয়নের অংশীদার। আপনারা নিজেদেরকে আরও বেশি বেগবান করে সামনের দিকে এগিয়ে যান।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড. আকসিদুল ইসলাম রতন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আড়ম্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীনকে সংবধর্না প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিরা প্রবীণ এই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি জ্ঞাপনে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন আবেগঘন হয়ে বলেন, আমার আজ খুবই ভালো লাগছে। আমি অবশ্য ভাবিনি, আপনারা আমাকে সংবর্ধিত করবেন।

আলোচনা সভা শেষে অতিথিরা সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় ২৪তম বিসিএস এর ১৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠানের তিনজন অতিথির সৌজন্যে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানের অতিথি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ বিসিএস ২৪ তম ব্যাচের যথাক্রমে প্রশাসন, পুলিশ ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬ বছর পূর্তির দিনেই তাঁদের বাংলাদেশ সিভিল সার্ভিসে ১৭ বছর পূর্তির আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেই বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট।

পরে, চুয়াডাঙ্গার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাকমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৩:৩১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাকমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীন সাহেব উপস্থিত আছেন। এই বয়সেও অসুস্থ অবস্থায় তিনি এ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেটে তিনি প্রেসকøাবের তিন তলায় উঠে এসেছেন। তাকেও আমি জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তাকে আজ সংবর্ধনা দেয়া হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। আজকে আমাদের বিসিএস ১৭ বছর পূর্তি। আমরা ভেবেছিলাম কিছু একটা করে এই দিনটি পালন করবো। কিন্তু বিভিন্ন কাজ ও চুয়াডাঙ্গাতে সাহিত্য সম্মেলন হওয়ার কারণে সেটা করে উঠতে পারিনি। তবে আপনারা আমাদের জন্যও একটি কেক কাটার ব্যবস্থা করেছেন, সেজন্যও আপনাদেরকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকেরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরে। চুয়াডাঙ্গার সাংবাদিকেরাও অনেক ঘটনা তুলে ধরে। চুয়াডাঙ্গাতেও আমি দেখলাম সাংবাদিকদের মধ্যে খুব ভালো লেখক-সাহিত্যিক রয়েছেন। আপনাদের কাজের মাধ্যমে আপনারা এগিয়ে যান। জেলা প্রশাসন আপনাদের সাথে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যদি কোনো বাধা আসে, তবে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা সাংবাদিক সমিতির উন্নয়নের জন্য বলেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। আপনারা চাইলে, সাংবাদিক সমিতির জন্যও অবশ্যই দেওয়া হবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সম্পাদক পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, সাংবাদিক সমিতি সাংবাদিকদের দাবি এবং অধিকার আদায়ের জন্য একটি প্লাটফর্ম। জন্ম থেকে মারা যাওয়ার সময় পর্যন্ত দাবি দাওয়া থাকে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, দাবি তো থাকবেই। দাবি দাওয়া আপনাদের যৌক্তির। আমার সাধ্যমতো আপনাদের প্লাটফর্মকে যেভাবে সহযোগিতা করা যায়, সেভাবে সহযোগিতা করা হয় এবং করা হবে।

তিনি আরও বলেন, এই সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, দীর্ঘপথ। এ সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সমাজের দর্পনরুপে সমাজের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় তুলে ধরেন। আপনারা সকল উন্নয়নের অংশীদার। আপনারা নিজেদেরকে আরও বেশি বেগবান করে সামনের দিকে এগিয়ে যান।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড. আকসিদুল ইসলাম রতন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আড়ম্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীনকে সংবধর্না প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিরা প্রবীণ এই সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি জ্ঞাপনে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন আবেগঘন হয়ে বলেন, আমার আজ খুবই ভালো লাগছে। আমি অবশ্য ভাবিনি, আপনারা আমাকে সংবর্ধিত করবেন।

আলোচনা সভা শেষে অতিথিরা সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় ২৪তম বিসিএস এর ১৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠানের তিনজন অতিথির সৌজন্যে একটি কেক কাটা হয়। অনুষ্ঠানের অতিথি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ বিসিএস ২৪ তম ব্যাচের যথাক্রমে প্রশাসন, পুলিশ ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬ বছর পূর্তির দিনেই তাঁদের বাংলাদেশ সিভিল সার্ভিসে ১৭ বছর পূর্তির আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেই বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট।

পরে, চুয়াডাঙ্গার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।