ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খেলার সময় অসাবধানতায় ছাদ থেকে পড়ে তাজবীর আহাদ (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়ার বঙ্গজপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু তাজবীর আহাদ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার বঙ্গজপাড়ার আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে নিজ দ্বিতল বিশিষ্ট বাড়ির ছাদে ওঠে আহাদ। খেলা করার একপর্যায়ে অসর্তকতাবসত শিশুটি ছাদের শেষপ্রান্তে চলে গেলে পা ফসকে নিচে মাটিতে পেতে রাখা ইটের ওপর পড়ে রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজবীর আহাদের দাদী জাহানারা বেগম বলেন, ‘আমি নামাজ পড়ার জন্য ওজু করছিলাম। আহাদ বাড়ির একতলার ছাদের ওপর খেলা করছিল। দুইতলার ছাদে ওঠার সিঁড়ি না থাকলেও সে ঘরের কোনা দিয়ে ছাদে উঠতে পারত। এরই মধ্যে কখন যে দুইতলার ছাদে উঠেছে জানতে পারিনি। এর একটু পরেই সে নিচে পড়ে যায়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি সে ছাদ থেকে নিচে পড়ে জখম হয়েছে। শিশুটির মাথা, নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘সদর থানাধীন দৌলতদিয়ার বঙ্গজপাড়ায় অসাবধানতায় ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড টাইম : ০২:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খেলার সময় অসাবধানতায় ছাদ থেকে পড়ে তাজবীর আহাদ (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়ার বঙ্গজপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু তাজবীর আহাদ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার বঙ্গজপাড়ার আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে নিজ দ্বিতল বিশিষ্ট বাড়ির ছাদে ওঠে আহাদ। খেলা করার একপর্যায়ে অসর্তকতাবসত শিশুটি ছাদের শেষপ্রান্তে চলে গেলে পা ফসকে নিচে মাটিতে পেতে রাখা ইটের ওপর পড়ে রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজবীর আহাদের দাদী জাহানারা বেগম বলেন, ‘আমি নামাজ পড়ার জন্য ওজু করছিলাম। আহাদ বাড়ির একতলার ছাদের ওপর খেলা করছিল। দুইতলার ছাদে ওঠার সিঁড়ি না থাকলেও সে ঘরের কোনা দিয়ে ছাদে উঠতে পারত। এরই মধ্যে কখন যে দুইতলার ছাদে উঠেছে জানতে পারিনি। এর একটু পরেই সে নিচে পড়ে যায়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি সে ছাদ থেকে নিচে পড়ে জখম হয়েছে। শিশুটির মাথা, নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তবে জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘সদর থানাধীন দৌলতদিয়ার বঙ্গজপাড়ায় অসাবধানতায় ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’