ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, নিচের বাজার, ফেরিঘাট রোডসহ ব্যবসায়িক এলাকাগুলোতে চিনির বাজার মনিটরিং করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সরকার চিনির দাম ৯০ টাকা খুচরা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যবসায়ী বেশি নিতে পারবে না। ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্রয়ের সময় অবশ্যই রশিদ নিবেন। কোনো ব্যবসায়ী দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এসময় গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন

আপলোড টাইম : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, নিচের বাজার, ফেরিঘাট রোডসহ ব্যবসায়িক এলাকাগুলোতে চিনির বাজার মনিটরিং করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সরকার চিনির দাম ৯০ টাকা খুচরা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যবসায়ী বেশি নিতে পারবে না। ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্রয়ের সময় অবশ্যই রশিদ নিবেন। কোনো ব্যবসায়ী দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এসময় গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি টিম।