ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলার সকল ইমামদের নিয়ে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই সম্মেলন। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে কথা বলতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। কারণ প্রত্যেকটা ইমাম মানেই একেকটা নেতা। তাঁদের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।’

তিনি আরও বলেন, ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম-ওলামারা মূখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। তাই এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তব্য শেষে তিনি জেলার ইমামদের কাছ থেকে বিদায় নেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মজিবর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মো. মোস্তফা কামাল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার মীর জান্নাত আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলার সকল ইমামদের নিয়ে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই সম্মেলন। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে কথা বলতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। কারণ প্রত্যেকটা ইমাম মানেই একেকটা নেতা। তাঁদের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।’

তিনি আরও বলেন, ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম-ওলামারা মূখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। তাই এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তব্য শেষে তিনি জেলার ইমামদের কাছ থেকে বিদায় নেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মজিবর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মো. মোস্তফা কামাল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার মীর জান্নাত আলী।