ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রগুলো। প্রশাসন এবং পুলিশের বিশেষ নজর থাকবে এবারের এসএসসি পরীক্ষায়। আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর।

চুয়াডাঙ্গা জেলায় এবারের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১৪ হাজার ৫শ’ ৪৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি-১১ হাজার ২৭৩ জন, দাখিল- ১ হাজার ২৭৯ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ১ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি পরীক্ষা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানিয়েছিলেন, করোনার অতিমারী এখনও শেষ হয়ে যায়নি। সে বিষয়টিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করা হবে। জ্বর, ঠান্ডা-কাশি নিয়ে যারা পরীক্ষার হলে আসবে তাদের জন্য আলাদা পরীক্ষা দেয়ার ব্যবস্থা রাখতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটা সিটে একজন করে পরীক্ষার্থী বসবে। পরীক্ষাকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজর এবং সার্বক্ষাণিক চিকিৎসা সেবা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

আপলোড টাইম : ০৭:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রগুলো। প্রশাসন এবং পুলিশের বিশেষ নজর থাকবে এবারের এসএসসি পরীক্ষায়। আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর।

চুয়াডাঙ্গা জেলায় এবারের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১৪ হাজার ৫শ’ ৪৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি-১১ হাজার ২৭৩ জন, দাখিল- ১ হাজার ২৭৯ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ১ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।

এসএসসি পরীক্ষা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানিয়েছিলেন, করোনার অতিমারী এখনও শেষ হয়ে যায়নি। সে বিষয়টিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করা হবে। জ্বর, ঠান্ডা-কাশি নিয়ে যারা পরীক্ষার হলে আসবে তাদের জন্য আলাদা পরীক্ষা দেয়ার ব্যবস্থা রাখতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটা সিটে একজন করে পরীক্ষার্থী বসবে। পরীক্ষাকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজর এবং সার্বক্ষাণিক চিকিৎসা সেবা।