ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টা আল্টিমেটামে চুয়াডাঙ্গায় নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে অভিযানের আগে তালা মেরে পালিয়েছেন বেশকিছু ডায়াগনস্টিক সেন্টার মালিক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকার কারণে চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফি সেন্টারের কার্যক্রম বন্ধ ও মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন অনুমোদিত কাড়জপত্র না থাকায় সেবা এক্স-রে সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তালিকা করে চুয়াডাঙ্গা সদর উপজেলার অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধি-বিধান মেনে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারভিন অনিক চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. তারেক জুনায়েদ ও সদর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

আপলোড টাইম : ০৭:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টা আল্টিমেটামে চুয়াডাঙ্গায় নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে অভিযানের আগে তালা মেরে পালিয়েছেন বেশকিছু ডায়াগনস্টিক সেন্টার মালিক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকার কারণে চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফি সেন্টারের কার্যক্রম বন্ধ ও মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন অনুমোদিত কাড়জপত্র না থাকায় সেবা এক্স-রে সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তালিকা করে চুয়াডাঙ্গা সদর উপজেলার অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধি-বিধান মেনে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারভিন অনিক চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. তারেক জুনায়েদ ও সদর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।