ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাদক বিরোধী এ অভিযানে আটক চারজনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার শ্রী সন্তোষ কুমারের ছেলে সুজন (৩৫), সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা সরদার পাড়ার মৃত শাহাদত জোয়ার্দ্দারের ছেলে মনিক জোয়ার্দ্দার (৪৫), একই গ্রামের উত্তর পাড়ার মৃত জাকের আলীর ছেলে রুবেল হোসেন (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আলী আকবর মল্লিকের ছেলে আবু জাহিদ (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় চুয়াডাঙ্গা শহরের হকপাড়া থেকে ২৫ গ্রাম গাঁজাসহ সুজনকে, সরিষাডাঙ্গা গ্রাম থেকে ৬ পিস ইয়াবাসহ মানিক জোয়ার্দ্দার, ৪ পিস ইয়াবাসহ রুবেল হোসেন এবং ৩ পিস ইয়াবাসহ আবু জাহিদকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা, মানিক জোয়ার্দ্দারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং রুবেল হোসেন ও আবু জাহিদ দু’জনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ১২:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাদক বিরোধী এ অভিযানে আটক চারজনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার শ্রী সন্তোষ কুমারের ছেলে সুজন (৩৫), সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা সরদার পাড়ার মৃত শাহাদত জোয়ার্দ্দারের ছেলে মনিক জোয়ার্দ্দার (৪৫), একই গ্রামের উত্তর পাড়ার মৃত জাকের আলীর ছেলে রুবেল হোসেন (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আলী আকবর মল্লিকের ছেলে আবু জাহিদ (২৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় চুয়াডাঙ্গা শহরের হকপাড়া থেকে ২৫ গ্রাম গাঁজাসহ সুজনকে, সরিষাডাঙ্গা গ্রাম থেকে ৬ পিস ইয়াবাসহ মানিক জোয়ার্দ্দার, ৪ পিস ইয়াবাসহ রুবেল হোসেন এবং ৩ পিস ইয়াবাসহ আবু জাহিদকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা, মানিক জোয়ার্দ্দারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং রুবেল হোসেন ও আবু জাহিদ দু’জনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।