ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে চোরাচালান মালামালসহ আটক ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে চারজন আটক হয়েছে। গত ৭ নভেম্বর থেকে গতকাল শনিবার (১৩ নভেম্বর) পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর, আনন্দবাস, বাজিতপুর এবং ঝাঁঝাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় ১৫১ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল মদ, ২ কেজি গাঁজা, ৭ গ্রাম হিরোইন, ১০ কেজি পেয়াজের বীজ, ১টি বাইসাইকেল, ২টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ৬০ কেজি চুল এবং ৩৮ হাজার পিচ পাপদা মাছের পোনাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৪৩), মদনা গ্রামের জুলফিকারের ছেলে জিয়ারুল ইসলাম (২১), মেহেরপুর জেলার গোভিপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো. লিখন (২৫) এবং একই গ্রামের দবির হোসেনের ছেলে মো. জামাল হোসেন (৩২)। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৬১ হাজার ৯১০ টাকা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দামুড়হুদা এবং মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে চোরাচালান মালামালসহ আটক ৪

আপলোড টাইম : ০৫:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে চারজন আটক হয়েছে। গত ৭ নভেম্বর থেকে গতকাল শনিবার (১৩ নভেম্বর) পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর, আনন্দবাস, বাজিতপুর এবং ঝাঁঝাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় ১৫১ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল মদ, ২ কেজি গাঁজা, ৭ গ্রাম হিরোইন, ১০ কেজি পেয়াজের বীজ, ১টি বাইসাইকেল, ২টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ৬০ কেজি চুল এবং ৩৮ হাজার পিচ পাপদা মাছের পোনাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৪৩), মদনা গ্রামের জুলফিকারের ছেলে জিয়ারুল ইসলাম (২১), মেহেরপুর জেলার গোভিপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো. লিখন (২৫) এবং একই গ্রামের দবির হোসেনের ছেলে মো. জামাল হোসেন (৩২)। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৬১ হাজার ৯১০ টাকা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দামুড়হুদা এবং মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।