ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে দেওয়াল চিত্র, নান্দনিকতার ছোঁয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস সাঁজছে নান্দনিক আলোকচিত্রে। প্রথমবারের মতো কিশোর চিত্রশিল্পী ইমরান আহসানের হাতের আঁকা ছবিতে কলেজের ক্যাম্পাসের দৃশ্য পরিবর্তন হচ্ছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস চুয়াডাঙ্গা শহরের অভ্যন্তরে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ১৮ একর জমির ওপর অবস্থিত। চুয়াডাঙ্গা সরকারি কলেজে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে।

সরেজমিনে কলেজ ক্যাম্পাসে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের কয়েকটি দেওয়ালে প্রথমবারের মতো চিত্রকর্ম ফুটিয়ে তোলার স্বেচ্ছায় কাজ করছেন চুয়াডাঙ্গার কিশোর চিত্রশিল্পী ইমরান আহসান। ইমরানের গত কয়েকদিনের পরিশ্রমে ইতঃমধ্যেই কলেজের একাডেমিক ভবনের একটি দেওয়ালে ফুটে উঠেছে ফুলের একটি চিত্রকর্ম। বিভিন্ন ফুলের নান্দনিক এই চিত্রকর্মটি ইতঃমধ্যেই নজর কেড়েছে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের।
অনেকেই দেওয়ালটির সামনে দাঁড়িয়ে তুলছেন সেলফি। কিশোর চিত্রশিল্পী ইমরান আহসান বলেন, ‘এবারে প্রথম সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি নিয়ে দেওয়াল চিত্র করার কাজ শুরু করেছি। একটি দেওয়ালে কাজ করেছি। অনেকেই পছন্দ করছেন। সুযোগ পেলে আরও ভালো কিছু করার চেষ্টা করবা।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ‘কিশোর চিত্রশিল্পী ইমরানের রংতুলির ছোঁয়া আমাদের নজর কেড়েছে। সত্যিই দারুণ লাগছে। তাঁর আঁকা দেওয়াল চিত্র সকলেই পছন্দ করেছে।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, ‘ইমরান নিজেই এসেছিল কলেজ ক্যাম্পাসে চিত্রকর্ম করার অনুরোধ নিয়ে। আমরা তাকে অনুমতি দেওয়ার পর একটি দেওয়ালে ইতঃমধ্যে সুন্দর একটি চিত্র ফুটিয়ে তুলেছে সে। এতে কলেজ ক্যাম্পাসের পরিবেশে নান্দনিকতার ছোঁয়া লাগছে। আমরা ইমরানকে সাধুবাদ জানাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে দেওয়াল চিত্র, নান্দনিকতার ছোঁয়া

আপলোড টাইম : ১০:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস সাঁজছে নান্দনিক আলোকচিত্রে। প্রথমবারের মতো কিশোর চিত্রশিল্পী ইমরান আহসানের হাতের আঁকা ছবিতে কলেজের ক্যাম্পাসের দৃশ্য পরিবর্তন হচ্ছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস চুয়াডাঙ্গা শহরের অভ্যন্তরে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ১৮ একর জমির ওপর অবস্থিত। চুয়াডাঙ্গা সরকারি কলেজে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে।

সরেজমিনে কলেজ ক্যাম্পাসে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের কয়েকটি দেওয়ালে প্রথমবারের মতো চিত্রকর্ম ফুটিয়ে তোলার স্বেচ্ছায় কাজ করছেন চুয়াডাঙ্গার কিশোর চিত্রশিল্পী ইমরান আহসান। ইমরানের গত কয়েকদিনের পরিশ্রমে ইতঃমধ্যেই কলেজের একাডেমিক ভবনের একটি দেওয়ালে ফুটে উঠেছে ফুলের একটি চিত্রকর্ম। বিভিন্ন ফুলের নান্দনিক এই চিত্রকর্মটি ইতঃমধ্যেই নজর কেড়েছে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের।
অনেকেই দেওয়ালটির সামনে দাঁড়িয়ে তুলছেন সেলফি। কিশোর চিত্রশিল্পী ইমরান আহসান বলেন, ‘এবারে প্রথম সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি নিয়ে দেওয়াল চিত্র করার কাজ শুরু করেছি। একটি দেওয়ালে কাজ করেছি। অনেকেই পছন্দ করছেন। সুযোগ পেলে আরও ভালো কিছু করার চেষ্টা করবা।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ‘কিশোর চিত্রশিল্পী ইমরানের রংতুলির ছোঁয়া আমাদের নজর কেড়েছে। সত্যিই দারুণ লাগছে। তাঁর আঁকা দেওয়াল চিত্র সকলেই পছন্দ করেছে।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, ‘ইমরান নিজেই এসেছিল কলেজ ক্যাম্পাসে চিত্রকর্ম করার অনুরোধ নিয়ে। আমরা তাকে অনুমতি দেওয়ার পর একটি দেওয়ালে ইতঃমধ্যে সুন্দর একটি চিত্র ফুটিয়ে তুলেছে সে। এতে কলেজ ক্যাম্পাসের পরিবেশে নান্দনিকতার ছোঁয়া লাগছে। আমরা ইমরানকে সাধুবাদ জানাই।’