ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা শহরের ফুটপাতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ফুটপাতের সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানের মালামাল রাখায় উচ্ছেদ অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চলে। এসময় দোকানের মালামাল সড়ক ও ড্রেনের উপরে রাখায় চলাচলে বিঘ্ন ঘটায় সাতজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অভিযানে দেখা যায়, চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে বড় বাজার পর্যন্ত ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে বিভিন্ন খাবারের দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের মালামাল ও বিলবোর্ড বাইরে সাজিয়ে রাখেন। পরে সেগুলো অপসারণ করানো হয় ওই অভিযানে। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে মোটরসাইকেল পার্কিং, ইট, বালুসহ নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটার অপরাধে শহরের পলাশ স্যানেটারিকে ২শ’ টাকা, সাকিল মোটরপাটস’র মালিককে ২শ’, দীপ স্যানেটারিকে ২শ’ হোটেল আল আমিনের মালিককে ১ হাজার, মিষ্টি মুখ’র মালিককে ২শ’ শাম্পানের মালিককে ২শ’, শিল্পি জুয়েলার্সের মালিককে ২শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে ৭ জনকে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, শহরে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফুটপাতে নির্মাণ-সামগ্রী ও দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমাদের মূল লক্ষ্য চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি চমৎকার শহর হিসেবে গড়ে তোলা। অভিযানে সহযোগিতা করেন এসআই মেফাউল হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার উদ্দিন ও অফিস সহায়ক আরিফুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা শহরের ফুটপাতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপলোড টাইম : ০৮:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ফুটপাতের সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানের মালামাল রাখায় উচ্ছেদ অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চলে। এসময় দোকানের মালামাল সড়ক ও ড্রেনের উপরে রাখায় চলাচলে বিঘ্ন ঘটায় সাতজনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অভিযানে দেখা যায়, চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে বড় বাজার পর্যন্ত ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে বিভিন্ন খাবারের দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের মালামাল ও বিলবোর্ড বাইরে সাজিয়ে রাখেন। পরে সেগুলো অপসারণ করানো হয় ওই অভিযানে। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে মোটরসাইকেল পার্কিং, ইট, বালুসহ নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটার অপরাধে শহরের পলাশ স্যানেটারিকে ২শ’ টাকা, সাকিল মোটরপাটস’র মালিককে ২শ’, দীপ স্যানেটারিকে ২শ’ হোটেল আল আমিনের মালিককে ১ হাজার, মিষ্টি মুখ’র মালিককে ২শ’ শাম্পানের মালিককে ২শ’, শিল্পি জুয়েলার্সের মালিককে ২শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে ৭ জনকে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, শহরে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফুটপাতে নির্মাণ-সামগ্রী ও দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আমাদের মূল লক্ষ্য চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি চমৎকার শহর হিসেবে গড়ে তোলা। অভিযানে সহযোগিতা করেন এসআই মেফাউল হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার উদ্দিন ও অফিস সহায়ক আরিফুল ইসলাম।