ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের মানুষকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়ান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথম দিন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী সবাইকে শপথ বাক্য পাঠ করান। এসময় চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে প্রধানমন্ত্রীর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ বাক্য পাঠ করেন।
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ : ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়ে এমপি, ডিসি, এসপিসহ হাজারো মানুষ বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা বাজার আগেই স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্টেডিয়ামে আগত সবার মাঝেই ছিল অন্য এক আনন্দ। নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীরা সেজেছিল বিজয়ের সুবর্ণজয়ন্তীর রঙিন সাজে। এসময় প্রত্যেকের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা, মুখে মাস্ক ও মাথায় বিজয়ের ব্যান্ড পড়ে আনন্দ-উল্লাস করতে থাকে। আনন্দ উল্লাস করতে ভুল করেননি জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেল পৌনে ৫টার দিকে টিভিতে প্রধানমন্ত্রীর শপথ পাঠের সাথে সাথে উপস্থিত সকলে একযোগে প্রধানমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়ে শপথ পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) খোন্দকার সাইদুর রহমান (বীর প্রতীক), বাংলাদেশ যুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, আবু হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দামুড়হুদা:
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে’ দেশব্যাপী গণশপথের অংশ হিসেবে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একযোগে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস হাজি আলী আজগার টগরের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে সরাসরি শপথবাক্য পাঠ করান।
মেহেরপুর:
মেহেরপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকা এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মানব ৫০ লেখা ফুটিয়ে তোলা হয়।
মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এ এল এম জিয়াউল হক, ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভিপুর মাদ্রাসা, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাদ্রাসা, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী এ মানব জাতীয় পতাকা ও ৫০ লেখায় অংশগ্রহণ করে।
মেহেরপুর স্টেডিয়াম মাঠের উত্তর দিকের দুটি গ্যালারিতে লাল, সবুজ এবং সাদা গেঞ্জি ও টুপি পড়ে পুরো গ্যালারি জুড়ে লাল সবুজের পতাকা তৈরি করা হয়। পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল এই সংগীতের সুরে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের নেতৃত্বে মানব পতাকা তৈরি করার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম মাঠে হাজার হাজার মানুষ করতালি দিয়ে মানব পতাকা অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ এবং শপথের পর পরেই শিক্ষার্থীদের দিয়ে তৈরি করা জাতীয় পতাকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর থানার ওসি শাহা দারাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ এবং মানব পতাকা উপভোগ করেন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের মানুষকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপলোড টাইম : ১১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়ান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথম দিন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী সবাইকে শপথ বাক্য পাঠ করান। এসময় চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে প্রধানমন্ত্রীর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ বাক্য পাঠ করেন।
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ : ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়ে এমপি, ডিসি, এসপিসহ হাজারো মানুষ বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা বাজার আগেই স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্টেডিয়ামে আগত সবার মাঝেই ছিল অন্য এক আনন্দ। নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীরা সেজেছিল বিজয়ের সুবর্ণজয়ন্তীর রঙিন সাজে। এসময় প্রত্যেকের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা, মুখে মাস্ক ও মাথায় বিজয়ের ব্যান্ড পড়ে আনন্দ-উল্লাস করতে থাকে। আনন্দ উল্লাস করতে ভুল করেননি জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিকেল পৌনে ৫টার দিকে টিভিতে প্রধানমন্ত্রীর শপথ পাঠের সাথে সাথে উপস্থিত সকলে একযোগে প্রধানমন্ত্রীর সাথে কণ্ঠ মিলিয়ে শপথ পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) খোন্দকার সাইদুর রহমান (বীর প্রতীক), বাংলাদেশ যুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, আবু হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দামুড়হুদা:
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে’ দেশব্যাপী গণশপথের অংশ হিসেবে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একযোগে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস হাজি আলী আজগার টগরের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে সরাসরি শপথবাক্য পাঠ করান।
মেহেরপুর:
মেহেরপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকা এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মানব ৫০ লেখা ফুটিয়ে তোলা হয়।
মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এ এল এম জিয়াউল হক, ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভিপুর মাদ্রাসা, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাদ্রাসা, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী এ মানব জাতীয় পতাকা ও ৫০ লেখায় অংশগ্রহণ করে।
মেহেরপুর স্টেডিয়াম মাঠের উত্তর দিকের দুটি গ্যালারিতে লাল, সবুজ এবং সাদা গেঞ্জি ও টুপি পড়ে পুরো গ্যালারি জুড়ে লাল সবুজের পতাকা তৈরি করা হয়। পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল এই সংগীতের সুরে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের নেতৃত্বে মানব পতাকা তৈরি করার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম মাঠে হাজার হাজার মানুষ করতালি দিয়ে মানব পতাকা অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ এবং শপথের পর পরেই শিক্ষার্থীদের দিয়ে তৈরি করা জাতীয় পতাকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর থানার ওসি শাহা দারাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ এবং মানব পতাকা উপভোগ করেন।