ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহরেপুর ও ঝিনাইদহে ওএমএস ও টিসিবির কার্যক্রমের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ওএমএস ও টিসিবির সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। তবে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি এ সমস্ত সুবিধাভোগীরা।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ওএমএস ও টিসিবির সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (এফটিএম ইউ) ধীমান সেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান প্রমুখ।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, ট্রাফিক পরিদর্শক (টিআই) ফকরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বিভিন্ন উন্নত দেশেও এখন খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। আমাদের সরকার ভর্তুকি দিয়ে কম মূল্যে চাল বিতরণ করছে। টিসিবির মাধ্যমে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষ বিভিন্ন খাদ্যদ্রব্য পাচ্ছে। টিসিবির মধ্যে চাল ছিল না, এখন কার্ডধারীরা চাল পাবে। সবমিলিয়ে টিসিবি, ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলায় প্রায় এক লাখ ২৩ হাজার ৫শ পরিবার সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছেন। সরকারের একটিই লক্ষ্য, মানুষ যাতে খাদ্য পায়, কষ্টে না থাকে। মাননীয় প্রদানমন্ত্রী দেশের মানুষকে ভালোবাসেন। তিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, খাদ্য বিভাগ সবাই এই কাজের তদারকি করবে। জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিরাও তদারকি করবেন। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা চাইবো, সকলের সম্মিলিত সহযোগিতায় চুয়াডাঙ্গাতে এই মহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল, এখন তারাই সেই কথা উইথড্র করছে। তারা এখন বলছেন, ‘বাস্কেট কেস ইজ নো মোর’। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যবান্ধব। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো করছেন। সেই কাজের ধাবাহিকতায় আজকে আপনারা সুবিধাভোগী।
উল্লেখ্য, ১৭টি ডিলারের মাধ্যমে জেলায় গতকাল বৃহস্পতিবার ৩৪ মেট্রিক টন চাল ৬ হাজার ৮ শ জন নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। টিসিবির কার্ডধারীরা প্রতিমাসে ২ বার ৫ কেজি করে চাল নিতে পারবে ৩০ টাকা কেজি দরে। ওএমএসের আওতায় শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহে ৫ দিন ৫ কেজি করে চাল বিক্রি করা হবে।
দামুড়হুদা:
দামুড়হুদায় ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের লক্ষে স্বল্প মূল্যে খাদ্যসহায়তা চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা বাজারে পৃথকভাবে ওএমএস ও টিসিবি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, আওয়ামী লীগ নেতা মসলেম উদ্দীন, যুবলীগ নেতা ভুট্টু, উপজেলা খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক সামসুল আলম।
এদিকে, একইদিন সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের মাদরাসা পাড়ায় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি মূল্যের চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা জামাত আলী প্রমুখ।
জীবননগর:
জীবননগরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় করে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল মামুন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, এখন থেকে খোলা বাজারে সাধারণ মানুষ ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবে। টিসিবির ফ্যামিলি কার্ড থাকলে ১৫ দিনের ব্যবধানে চাল কেনা যাবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল কেনা যাবে। এই চাল বিক্রির জন্য জীবননগর উপজেলায় তিনজন ডিলার রয়েছেন।
মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলায় ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। মেহেরপুর জেলায় প্রতিদিন ১৬ টন (১৬ হাজার কেজি) চাল বিক্রি করা হবে। এর মধ্যে মেহেরপুর পৌর এলাকায় ৯ জন ডিলারের মাধ্যমে ১০ হাজার কেজি এবং গাংনী পৌর এলাকায় ৩টি ডিলারের মাধ্যমে ৬ হাজার কেজি চাল বিক্রি করা হবে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পবহাটি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। সে সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ডিলার শফিউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩ মাস সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার জেলার ৬টি পৌরসভা এলাকায় ২৪ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল নিতে পারবেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহরেপুর ও ঝিনাইদহে ওএমএস ও টিসিবির কার্যক্রমের উদ্বোধন

আপলোড টাইম : ০৮:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ওএমএস ও টিসিবির সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। তবে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি এ সমস্ত সুবিধাভোগীরা।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ওএমএস ও টিসিবির সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (এফটিএম ইউ) ধীমান সেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান প্রমুখ।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, ট্রাফিক পরিদর্শক (টিআই) ফকরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বিভিন্ন উন্নত দেশেও এখন খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। আমাদের সরকার ভর্তুকি দিয়ে কম মূল্যে চাল বিতরণ করছে। টিসিবির মাধ্যমে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষ বিভিন্ন খাদ্যদ্রব্য পাচ্ছে। টিসিবির মধ্যে চাল ছিল না, এখন কার্ডধারীরা চাল পাবে। সবমিলিয়ে টিসিবি, ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলায় প্রায় এক লাখ ২৩ হাজার ৫শ পরিবার সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছেন। সরকারের একটিই লক্ষ্য, মানুষ যাতে খাদ্য পায়, কষ্টে না থাকে। মাননীয় প্রদানমন্ত্রী দেশের মানুষকে ভালোবাসেন। তিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, খাদ্য বিভাগ সবাই এই কাজের তদারকি করবে। জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিরাও তদারকি করবেন। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা চাইবো, সকলের সম্মিলিত সহযোগিতায় চুয়াডাঙ্গাতে এই মহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল, এখন তারাই সেই কথা উইথড্র করছে। তারা এখন বলছেন, ‘বাস্কেট কেস ইজ নো মোর’। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যবান্ধব। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো করছেন। সেই কাজের ধাবাহিকতায় আজকে আপনারা সুবিধাভোগী।
উল্লেখ্য, ১৭টি ডিলারের মাধ্যমে জেলায় গতকাল বৃহস্পতিবার ৩৪ মেট্রিক টন চাল ৬ হাজার ৮ শ জন নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। টিসিবির কার্ডধারীরা প্রতিমাসে ২ বার ৫ কেজি করে চাল নিতে পারবে ৩০ টাকা কেজি দরে। ওএমএসের আওতায় শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহে ৫ দিন ৫ কেজি করে চাল বিক্রি করা হবে।
দামুড়হুদা:
দামুড়হুদায় ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের লক্ষে স্বল্প মূল্যে খাদ্যসহায়তা চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা বাজারে পৃথকভাবে ওএমএস ও টিসিবি কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, আওয়ামী লীগ নেতা মসলেম উদ্দীন, যুবলীগ নেতা ভুট্টু, উপজেলা খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক সামসুল আলম।
এদিকে, একইদিন সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের মাদরাসা পাড়ায় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি মূল্যের চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা জামাত আলী প্রমুখ।
জীবননগর:
জীবননগরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় করে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল মামুন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, এখন থেকে খোলা বাজারে সাধারণ মানুষ ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবে। টিসিবির ফ্যামিলি কার্ড থাকলে ১৫ দিনের ব্যবধানে চাল কেনা যাবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল কেনা যাবে। এই চাল বিক্রির জন্য জীবননগর উপজেলায় তিনজন ডিলার রয়েছেন।
মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলায় ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। মেহেরপুর জেলায় প্রতিদিন ১৬ টন (১৬ হাজার কেজি) চাল বিক্রি করা হবে। এর মধ্যে মেহেরপুর পৌর এলাকায় ৯ জন ডিলারের মাধ্যমে ১০ হাজার কেজি এবং গাংনী পৌর এলাকায় ৩টি ডিলারের মাধ্যমে ৬ হাজার কেজি চাল বিক্রি করা হবে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পবহাটি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। সে সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ডিলার শফিউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩ মাস সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার জেলার ৬টি পৌরসভা এলাকায় ২৪ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল নিতে পারবেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা।