ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ঝিনাইদহ:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আঠারো মাইল নামক স্থানে পল্লী বিদ্যুতের ডিপোর সামনে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লী বিদ্যুতের ডিপোর কাছে পল্লী বিদ্যুতের খুটি বোঝায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও আরাপপুর হাইওয়ে থানার পুলিশ। চট্টগ্রাম মেট্রো-চ-৮১৩৪৫৪ নম্বর ট্রাকের সাথে এই সংঘর্ষ ঘটে। নিহত অন্য দুই শিক্ষার্থীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম জানান, নিহতদের একজনের পরিচয় স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ। অন্য দুইজনও সরকারি ভেটেরিনারির শিক্ষার্থী। তবে তাঁদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল, তারা সবাই মারা গেছে। তাঁরা তিনজনই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারির শিক্ষার্থী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা

আপলোড টাইম : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

প্রতিবেদক, ঝিনাইদহ:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আঠারো মাইল নামক স্থানে পল্লী বিদ্যুতের ডিপোর সামনে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লী বিদ্যুতের ডিপোর কাছে পল্লী বিদ্যুতের খুটি বোঝায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও আরাপপুর হাইওয়ে থানার পুলিশ। চট্টগ্রাম মেট্রো-চ-৮১৩৪৫৪ নম্বর ট্রাকের সাথে এই সংঘর্ষ ঘটে। নিহত অন্য দুই শিক্ষার্থীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম জানান, নিহতদের একজনের পরিচয় স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ। অন্য দুইজনও সরকারি ভেটেরিনারির শিক্ষার্থী। তবে তাঁদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল, তারা সবাই মারা গেছে। তাঁরা তিনজনই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারির শিক্ষার্থী।