ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. আব্দুর রশীদ চৌধুরী এ তফশিল ঘোষণা করেন। আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১৯৬ জন।

ঘোষিত তফশিলে জানা গেছে, আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল, ৭ নভেম্বর আপত্তির ওপর শুনানি, ১৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২১ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল ও শুনানি, ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ কার্যক্রম চলবে। বাদ যোহর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে অ্যাড. আলহাজ্ব এম এম মনোয়ার হোসেন ও আলহাজ্ব মো. শহিদুল হক (২) দায়িত্ব পালন করছেন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী ও বর্তমান বারের সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে রফিকুল আলম রাণ্টুকে প্রার্থীসহ ১৫ জনের পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মইনুদ্দিন মইনুলসহ ১৫ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

আপলোড টাইম : ০৮:১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. আব্দুর রশীদ চৌধুরী এ তফশিল ঘোষণা করেন। আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১৯৬ জন।

ঘোষিত তফশিলে জানা গেছে, আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল, ৭ নভেম্বর আপত্তির ওপর শুনানি, ১৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২১ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল ও শুনানি, ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ কার্যক্রম চলবে। বাদ যোহর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে অ্যাড. আলহাজ্ব এম এম মনোয়ার হোসেন ও আলহাজ্ব মো. শহিদুল হক (২) দায়িত্ব পালন করছেন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী ও বর্তমান বারের সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে রফিকুল আলম রাণ্টুকে প্রার্থীসহ ১৫ জনের পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মইনুদ্দিন মইনুলসহ ১৫ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে।