ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কর্মসূচি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের মোমিন, জান্নাত, ফিরোজ, শিশির, আরিফ, কলেজ ছাত্রলীগের জাহিদ, শামীম, সম্রাট, বাপ্পি, বর্ষন, আসিফ, হাসিব, টনি, পৌর ছাত্রলীগের গোলাম, আরজু, রোহান, সোহান, সাব্বির, কাওছার, আলিফ, ইশরাক, ছোট সোহান, জিহাদ প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ১ শ টি গাছের চারা বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক আল নোমান।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা সারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, মোছা. নির্জনা খাতুন, প্রভাতী রানি, পলি সাহা, জেসমিন খাতুন, ফিরকি খাতুন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

আপলোড টাইম : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কর্মসূচি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের মোমিন, জান্নাত, ফিরোজ, শিশির, আরিফ, কলেজ ছাত্রলীগের জাহিদ, শামীম, সম্রাট, বাপ্পি, বর্ষন, আসিফ, হাসিব, টনি, পৌর ছাত্রলীগের গোলাম, আরজু, রোহান, সোহান, সাব্বির, কাওছার, আলিফ, ইশরাক, ছোট সোহান, জিহাদ প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ১ শ টি গাছের চারা বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক আল নোমান।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা সারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, মোছা. নির্জনা খাতুন, প্রভাতী রানি, পলি সাহা, জেসমিন খাতুন, ফিরকি খাতুন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।