ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপস-২০২৪ এ

চুয়াডাঙ্গার ১৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে


তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ চুয়াডাঙ্গার দুই আর্চ্যারি ক্লাবের ১৫ জন খেলোয়াড় আজ বুধবার অংশগ্রহণের জন্য রওনা হবেন। জেলার সুনামধন্য চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাব ও গ্রীণ উড আর্চ্যারি ক্লাবের এই খেলোয়াড়রা জুনিয়র ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে খেলবেন। খেলোয়াড়দের সাথে দুজন টিম ম্যানেজার ও একজন কোচ অংশ নেবেন।
১৭ থেকে ২০ অক্টোবর চার দিনব্যাপী এবারের তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর আসর বসবে টঙ্গিস্থ আর্চ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে।
চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাবের পরিচালক সোহেল আকরাম বলেন, ‘আমাদের ক্লাব থেকে এর আগেও ৩টা ব্রোঞ্জসহ বিভিন্ন পদক অর্জন হয়েছে। আশা করছি, এবারেও আমাদের খেলোয়ারড়া ভালো করবে। আমরা চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করছি।’
এদিকে, এই দুই ক্লাবের খেলোয়াড়, কোচ ও পরিচালকরা দৈনিক সময়ের সমীকরণ অফিসে শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন তাঁদের মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপস-২০২৪ এ

চুয়াডাঙ্গার ১৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণ

আপলোড টাইম : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪


তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ চুয়াডাঙ্গার দুই আর্চ্যারি ক্লাবের ১৫ জন খেলোয়াড় আজ বুধবার অংশগ্রহণের জন্য রওনা হবেন। জেলার সুনামধন্য চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাব ও গ্রীণ উড আর্চ্যারি ক্লাবের এই খেলোয়াড়রা জুনিয়র ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে খেলবেন। খেলোয়াড়দের সাথে দুজন টিম ম্যানেজার ও একজন কোচ অংশ নেবেন।
১৭ থেকে ২০ অক্টোবর চার দিনব্যাপী এবারের তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর আসর বসবে টঙ্গিস্থ আর্চ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে।
চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাবের পরিচালক সোহেল আকরাম বলেন, ‘আমাদের ক্লাব থেকে এর আগেও ৩টা ব্রোঞ্জসহ বিভিন্ন পদক অর্জন হয়েছে। আশা করছি, এবারেও আমাদের খেলোয়ারড়া ভালো করবে। আমরা চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করছি।’
এদিকে, এই দুই ক্লাবের খেলোয়াড়, কোচ ও পরিচালকরা দৈনিক সময়ের সমীকরণ অফিসে শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন তাঁদের মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান।