ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় পুলিশের প্রেস বিফ্রিং

চার ডাকাত গ্রেপ্তার, চারটি গরু-ছাগল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়ের মধ্যে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া তিনটি গরু ও একটি ছাগল। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী ও উপ-পরিদর্শক (এসআই) হাসান।

আটক আলিম হোসেন -ছবি

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরের খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতির ঘটনায় ভুক্তভোগী খামারি আলতাব হোসেন থানায় অভিযোগ দেন। এরই আগেই সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়া এবং পরের দিন সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান পল্টু ওরফে পুণ্টু ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামের হাবিবুরের বাড়ি থেকে একটি গাভী উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা আরও তথ্য হাতে পায়। আজ (গতকাল বুধবার) পৌর কলেজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সুরত আলীর ছেলে আলিম হোসেনকে (২৮) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া আরও দুটি গরু ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করছি। এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে ৭-৮ জনের জড়িত থাকায় বিষয়ে জানতে পেরেছি। অন্যদের গ্রেপ্তারে এবং আরও একটি গরু ও দুটি ছাগল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরে ওই খামারে সঙ্গবদ্ধ ডাকাত দল হানা দেয়। এসময় দেশীয় অস্ত্রের মুখে খামারের নৈশপ্রহরী মাকসেদ আলীকে জিম্মি করে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনায় পুলিশের প্রেস বিফ্রিং

চার ডাকাত গ্রেপ্তার, চারটি গরু-ছাগল উদ্ধার

আপলোড টাইম : ১২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়ের মধ্যে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া তিনটি গরু ও একটি ছাগল। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী ও উপ-পরিদর্শক (এসআই) হাসান।

আটক আলিম হোসেন -ছবি

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরের খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতির ঘটনায় ভুক্তভোগী খামারি আলতাব হোসেন থানায় অভিযোগ দেন। এরই আগেই সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়া এবং পরের দিন সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান পল্টু ওরফে পুণ্টু ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামের হাবিবুরের বাড়ি থেকে একটি গাভী উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা আরও তথ্য হাতে পায়। আজ (গতকাল বুধবার) পৌর কলেজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সুরত আলীর ছেলে আলিম হোসেনকে (২৮) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া আরও দুটি গরু ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করছি। এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে ৭-৮ জনের জড়িত থাকায় বিষয়ে জানতে পেরেছি। অন্যদের গ্রেপ্তারে এবং আরও একটি গরু ও দুটি ছাগল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরে ওই খামারে সঙ্গবদ্ধ ডাকাত দল হানা দেয়। এসময় দেশীয় অস্ত্রের মুখে খামারের নৈশপ্রহরী মাকসেদ আলীকে জিম্মি করে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে যায় ডাকাত দল।