ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বেগমপুর ঝাঝরী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

আরিফ হাসান, হিজলগাড়ী:

ভূমিহীনদের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরী আশ্রয়ণ প্রকল্পের ২০টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি এ প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে তৃণমূল পর্যায় থেকে কাজ করছেন। দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকেন, সে জন্য সরকারিভাবে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকারিভাবে দেওয়া এসব ঘর উপকারভোগীদের বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কেউ যদি সরকারি সহায়তা দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার অথবা আমাকে কল দিয়ে জানাবেন। আর নিজেদের জন্য নির্মিত ঘর নিজেরা সার্বক্ষণিক দেখভাল করে শতভাগ কাজ বুঝে নিবেন।’ পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি ঘরের জায়গা ও প্রয়োজনীয় নির্মাণ-সামগ্রীর মান দেখেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, ইউপি সচিব ফয়জুর রহমান, উপজেলা পরিষদের সিও ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা প্রশাসক ঝাঝরীতে পৌঁছালে বেগমপুর ইউনিয়ন পরিষদ ও হিজলগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বেগমপুর ঝাঝরী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৮:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

আরিফ হাসান, হিজলগাড়ী:

ভূমিহীনদের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরী আশ্রয়ণ প্রকল্পের ২০টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি এ প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে তৃণমূল পর্যায় থেকে কাজ করছেন। দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকেন, সে জন্য সরকারিভাবে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকারিভাবে দেওয়া এসব ঘর উপকারভোগীদের বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কেউ যদি সরকারি সহায়তা দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার অথবা আমাকে কল দিয়ে জানাবেন। আর নিজেদের জন্য নির্মিত ঘর নিজেরা সার্বক্ষণিক দেখভাল করে শতভাগ কাজ বুঝে নিবেন।’ পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি ঘরের জায়গা ও প্রয়োজনীয় নির্মাণ-সামগ্রীর মান দেখেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, ইউপি সচিব ফয়জুর রহমান, উপজেলা পরিষদের সিও ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে জেলা প্রশাসক ঝাঝরীতে পৌঁছালে বেগমপুর ইউনিয়ন পরিষদ ও হিজলগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।