ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাড. মনিরুজ্জামানের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, হাইকোর্টের আইনজীবী এবং ন্যাপের (মোজাফ্ফর) সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাড. মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, সমাজসেবক তৌহিদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সেক্রেটারি তালিম হোসেন, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা। অ্যাড. মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও সেক্রেটারি ফজলে রাব্বী সাগর।

অ্যাড. মনিরুজ্জামান চুয়াডাঙ্গা রাইফেলস ক্লাবের সাবেক সেক্রেটারি, বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা টেনিস ক্লাবের আজীবন সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আজীবন সদস্য ছিলেন। তিনি জীবদ্দশায় রাশিয়া, কোরিয়া, কুয়েত, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ছয়জন সদস্য মৃত্যুবরণ করলেন। তাঁরা হলেন- অ্যাড. জামাত আলী, অ্যাড. মনিরুজ্জামান বিশ্বাস, অ্যাড. শাহজাহান আলী, অ্যাড. মনজুর হোসেন, অ্যাড. হুমায়ুন কবীর মামুন ও অ্যাড. মনিরুজ্জামান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাড. মনিরুজ্জামানের মৃত্যু

আপলোড টাইম : ০৯:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, হাইকোর্টের আইনজীবী এবং ন্যাপের (মোজাফ্ফর) সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাড. মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, সমাজসেবক তৌহিদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সেক্রেটারি তালিম হোসেন, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা। অ্যাড. মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান ও সেক্রেটারি ফজলে রাব্বী সাগর।

অ্যাড. মনিরুজ্জামান চুয়াডাঙ্গা রাইফেলস ক্লাবের সাবেক সেক্রেটারি, বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা টেনিস ক্লাবের আজীবন সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আজীবন সদস্য ছিলেন। তিনি জীবদ্দশায় রাশিয়া, কোরিয়া, কুয়েত, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ছয়জন সদস্য মৃত্যুবরণ করলেন। তাঁরা হলেন- অ্যাড. জামাত আলী, অ্যাড. মনিরুজ্জামান বিশ্বাস, অ্যাড. শাহজাহান আলী, অ্যাড. মনজুর হোসেন, অ্যাড. হুমায়ুন কবীর মামুন ও অ্যাড. মনিরুজ্জামান।