ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর টাওয়ারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন কাজল (৪০), একই এলাকার মল্লিকপাড়ার নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী রশিদা বেগম (৫২)। আটককৃতদের মধ্যে সালাউদ্দিন কাজলকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে এবং বাকি দুজনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে সালাউদ্দিন কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন।

এদিকে, গতকাল বুধবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ এবং রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁর স্ত্রী রশিদা বেগমকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালাউদ্দিন কাজলকে ৬ মাসের বিনাম্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। আটককৃত শহিদুল ইসলাম ও রশিদা বেগমকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৯:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর টাওয়ারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন কাজল (৪০), একই এলাকার মল্লিকপাড়ার নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী রশিদা বেগম (৫২)। আটককৃতদের মধ্যে সালাউদ্দিন কাজলকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে এবং বাকি দুজনকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে সালাউদ্দিন কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন।

এদিকে, গতকাল বুধবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ এবং রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁর স্ত্রী রশিদা বেগমকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালাউদ্দিন কাজলকে ৬ মাসের বিনাম্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। আটককৃত শহিদুল ইসলাম ও রশিদা বেগমকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করেছে।