ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক-পুলিশ সুপার

‘প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হামিদ রেজা, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, ছাত্র প্রতিনিধি রনি বিশ^াস, সজিবুল ইসলাম, মুশফিকুর রহমান প্রমুখ।


পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘চুয়াডাঙ্গায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে যাতে উৎসব উদ্যাপন করতে পারে, সে জন্য প্রতিটা মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। এছাড়া উপজেলা পর্যায়েও মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। প্রশাসন সচেতন আছে, যাতে কোনো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় কঠোর নজরদারিতে রেখেছে। অতীতের সব গ্লানী মুছে দুর্গোৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং অব্যহত রেখেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক-পুলিশ সুপার

‘প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে’

আপলোড টাইম : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হামিদ রেজা, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, ছাত্র প্রতিনিধি রনি বিশ^াস, সজিবুল ইসলাম, মুশফিকুর রহমান প্রমুখ।


পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘চুয়াডাঙ্গায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরের সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে যাতে উৎসব উদ্যাপন করতে পারে, সে জন্য প্রতিটা মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। এছাড়া উপজেলা পর্যায়েও মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। প্রশাসন সচেতন আছে, যাতে কোনো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় কঠোর নজরদারিতে রেখেছে। অতীতের সব গ্লানী মুছে দুর্গোৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং অব্যহত রেখেছে।