ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকসহ আটক ছয়জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় তাঁড়ি, অ্যালকোহল ও গাঁজা। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার সানোয়ার হোসেনের স্ত্রী কদবানু খাতুন (৪০), দীননাথপুর মসজিদপাড়ার মৃত তোয়ায়েল আহমদের ছেলে আলাউদ্দিন (৪০), গাইদঘাট দক্ষিণ পাড়ার মৃত আতিয়ার মণ্ডলের ছেলে হাবিব মণ্ডল (৬০), চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত তোরাব আলীর ছেলে কাজল আলী (২৪), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে নাঈম আলী (২৪) এবং পলাশপাড়ার ইসাহাক আলীর ছেলে ইদ্রিস আলী (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে¡ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মরিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কদবানু খাতুনকে ১০ লিটার তাঁড়িসহ তার বাড়ি থেকে, আলাউদ্দিনকে ২ লিটার অ্যালকোহলসহ গাইদঘাট খালপাড়া থেকে, হাবিব মণ্ডলকে ৫ শ গ্রাম গাঁজাসহ গাইদঘাট জিওল তলার মাঠ থেকে, কাজল আলীকে ১০ গ্রাম গাঁজাসহ তার নিজ এলাকা থেকে, নাঈম আলীকে ১২ গ্রাম গাঁজাসহ পলাশপাড়া থেকে এবং ইদ্রিস আলীকে ২০ গ্রাম গাঁজাসহ পলাশপাড়া থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদবানু খাতুনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা, আলাউদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা, হাবিব মণ্ডলকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা এবং কাজল আলী, নাঈম আলী ও ইদ্রিস আলী প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকসহ আটক ছয়জনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৭:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় তাঁড়ি, অ্যালকোহল ও গাঁজা। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার সানোয়ার হোসেনের স্ত্রী কদবানু খাতুন (৪০), দীননাথপুর মসজিদপাড়ার মৃত তোয়ায়েল আহমদের ছেলে আলাউদ্দিন (৪০), গাইদঘাট দক্ষিণ পাড়ার মৃত আতিয়ার মণ্ডলের ছেলে হাবিব মণ্ডল (৬০), চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত তোরাব আলীর ছেলে কাজল আলী (২৪), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে নাঈম আলী (২৪) এবং পলাশপাড়ার ইসাহাক আলীর ছেলে ইদ্রিস আলী (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে¡ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মরিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কদবানু খাতুনকে ১০ লিটার তাঁড়িসহ তার বাড়ি থেকে, আলাউদ্দিনকে ২ লিটার অ্যালকোহলসহ গাইদঘাট খালপাড়া থেকে, হাবিব মণ্ডলকে ৫ শ গ্রাম গাঁজাসহ গাইদঘাট জিওল তলার মাঠ থেকে, কাজল আলীকে ১০ গ্রাম গাঁজাসহ তার নিজ এলাকা থেকে, নাঈম আলীকে ১২ গ্রাম গাঁজাসহ পলাশপাড়া থেকে এবং ইদ্রিস আলীকে ২০ গ্রাম গাঁজাসহ পলাশপাড়া থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদবানু খাতুনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা, আলাউদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা, হাবিব মণ্ডলকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা এবং কাজল আলী, নাঈম আলী ও ইদ্রিস আলী প্রত্যেককে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।