ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ পেট্রল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রাস্তার পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা মোশারফ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোশারফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল সুবদিয়া গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার পড়ে ঝুড়িভর্তি সবজি নিয়ে পাখিভ্যানযোগে চুয়াডাঙ্গা বড় বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোশারফ হোসেন। পথের মধ্যে ডিঙ্গেদহ পেট্রল পাম্পের সামনে পৌঁছালে কোনো একটি পিকআপ-এর সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় পাখিভ্যান চালক ও ভ্যানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, সকাল ছয়টার দিকে পরিবারের সদস্যরা এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ছিলে যাওয়া ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন ডিঙ্গেদহ পেট্রল পাম্পের অদূরে পিকআপের ধাক্কায় এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুপুরে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ পেট্রল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রাস্তার পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা মোশারফ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোশারফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল সুবদিয়া গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার পড়ে ঝুড়িভর্তি সবজি নিয়ে পাখিভ্যানযোগে চুয়াডাঙ্গা বড় বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোশারফ হোসেন। পথের মধ্যে ডিঙ্গেদহ পেট্রল পাম্পের সামনে পৌঁছালে কোনো একটি পিকআপ-এর সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় পাখিভ্যান চালক ও ভ্যানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, সকাল ছয়টার দিকে পরিবারের সদস্যরা এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ছিলে যাওয়া ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন ডিঙ্গেদহ পেট্রল পাম্পের অদূরে পিকআপের ধাক্কায় এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুপুরে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’