ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসবে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গুজব ও অপপ্রচার ঠেকাতে বিশেষ মনিটরিং টিম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ১৪ বার পড়া হয়েছে


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথে নিয়মিত আলোচনা করে দিকনির্দেশনা প্রদান করছেন। মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। পুলিশ, র‌্যাব ও আনসারের সমন্বয়ে গঠিত বিশেষ টিমগুলো মণ্ডপ এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে, যাতে কোনো অপশক্তি বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে।
ধর্মীয় উৎসবে নিরাপত্তার বিষয়ে শিখা রানি নামের এক ভক্ত বলেন, ‘এবার পূজার পরিবেশ অনেক ভালো, মণ্ডপে এসে আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা অনুভব করছি না। পুলিশ সবসময় তৎপর রয়েছে, যা আমাদের পূজার আনন্দকে দ্বিগুণ করেছে।’


জেলা পুলিশ সূত্র জানায়, যদি কেউ পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলায় ১০২টি মণ্ডপের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ। এছাড়া, দুর্গোৎসবকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার ঠেকাতে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। এই টিম সার্বক্ষণিকভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করছে, যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। পূজা উপলক্ষে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গোৎসবে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গুজব ও অপপ্রচার ঠেকাতে বিশেষ মনিটরিং টিম

আপলোড টাইম : ০৬:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথে নিয়মিত আলোচনা করে দিকনির্দেশনা প্রদান করছেন। মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। পুলিশ, র‌্যাব ও আনসারের সমন্বয়ে গঠিত বিশেষ টিমগুলো মণ্ডপ এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে, যাতে কোনো অপশক্তি বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে।
ধর্মীয় উৎসবে নিরাপত্তার বিষয়ে শিখা রানি নামের এক ভক্ত বলেন, ‘এবার পূজার পরিবেশ অনেক ভালো, মণ্ডপে এসে আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা অনুভব করছি না। পুলিশ সবসময় তৎপর রয়েছে, যা আমাদের পূজার আনন্দকে দ্বিগুণ করেছে।’


জেলা পুলিশ সূত্র জানায়, যদি কেউ পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলায় ১০২টি মণ্ডপের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ। এছাড়া, দুর্গোৎসবকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার ঠেকাতে বিশেষ মনিটরিং টিম কাজ করছে। এই টিম সার্বক্ষণিকভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করছে, যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। পূজা উপলক্ষে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।