ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৩৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন মণ্ডল (৭৫) নামের এক পথচারী ও মোটরসাইকেল আরোহী শুভ (১৮) আহত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনয়েনের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। বৃদ্ধ রওশন মেহেরপুর জেলার ঝাঁঝরি কাঠালগাড়ী গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে ও শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের শাহিন আলীর ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন বৃদ্ধ রওশন। সন্ধ্যা ৭টার দিকে চার মাইলের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের অদূরের একটি মসজিদে নামাজ পড়ে মেয়ের বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ রওশন ও মোটরসাইকেল আরোহী শুভ আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, বৃদ্ধ রওশনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে এবং শুভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুজন আহত

আপলোড টাইম : ০৮:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন মণ্ডল (৭৫) নামের এক পথচারী ও মোটরসাইকেল আরোহী শুভ (১৮) আহত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনয়েনের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। বৃদ্ধ রওশন মেহেরপুর জেলার ঝাঁঝরি কাঠালগাড়ী গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে ও শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের শাহিন আলীর ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন বৃদ্ধ রওশন। সন্ধ্যা ৭টার দিকে চার মাইলের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের অদূরের একটি মসজিদে নামাজ পড়ে মেয়ের বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ রওশন ও মোটরসাইকেল আরোহী শুভ আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, বৃদ্ধ রওশনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে এবং শুভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।