ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান, উপদেষ্টা অ্যাড. বজলুর রহমান, সহসভাপতি শাহ আলম সনি, সদস্য জহির রায়হান, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, সদস্য রুদ্র রাসেল প্রমুখ।

সভায় নদী রক্ষায় অরাজনৈতিকভাবে জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন তৈরি, নবগঙ্গা নদীর আটকে থাকা কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ বৃদ্ধি, মাথাভাঙ্গা নদী থেকে সমস্ত কোমড় অপসারণ, উপজেলা ও সাব কমিটি গঠন, নদী পাড়ের ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত বিস্তারিত উঠে আসে। এসময় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের বর্তমান কমিটির মেয়াদ গতকাল সোমবারই শেষ হয়। উল্লেখ্য, দুই বছর মেয়াদি বর্তমান কমিটি ২০২১ সালের ২৬ জুন গঠিত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে এ বছর তথা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়। সিদ্ধান্ত গৃহীত হয়, এই সময়ে কমিটি নদী প্রেমী, মাথাভাঙ্গা নদীর দুই ধারের মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশা তথা পরিবেশ প্রেমীদের নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার কার্যক্রম বৃদ্ধি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান, উপদেষ্টা অ্যাড. বজলুর রহমান, সহসভাপতি শাহ আলম সনি, সদস্য জহির রায়হান, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, সদস্য রুদ্র রাসেল প্রমুখ।

সভায় নদী রক্ষায় অরাজনৈতিকভাবে জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন তৈরি, নবগঙ্গা নদীর আটকে থাকা কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ বৃদ্ধি, মাথাভাঙ্গা নদী থেকে সমস্ত কোমড় অপসারণ, উপজেলা ও সাব কমিটি গঠন, নদী পাড়ের ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত বিস্তারিত উঠে আসে। এসময় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের বর্তমান কমিটির মেয়াদ গতকাল সোমবারই শেষ হয়। উল্লেখ্য, দুই বছর মেয়াদি বর্তমান কমিটি ২০২১ সালের ২৬ জুন গঠিত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে এ বছর তথা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়। সিদ্ধান্ত গৃহীত হয়, এই সময়ে কমিটি নদী প্রেমী, মাথাভাঙ্গা নদীর দুই ধারের মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশা তথা পরিবেশ প্রেমীদের নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার কার্যক্রম বৃদ্ধি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।