ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের চুয়াডাঙ্গা সদর উপজেলার নিউ মার্কেট ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর নিউ মার্কেট ও বড় বাজার এলাকায় কসমেটিকস, গার্মেন্টস পোশাক, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

এসময় নিউমার্কেটে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স অনামিকা কসমেটিকস-এর মালিক মাসুদুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড় বাজার মোড়ে তরমুজের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ইমরান ফল ভান্ডারের মালিক ইমরান মিয়াকে ৪৫ ধারায় এক হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক রাজন আলীকে একই অপরাধ ও ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং বাড়ানো হয়েছে। বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের চুয়াডাঙ্গা সদর উপজেলার নিউ মার্কেট ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর নিউ মার্কেট ও বড় বাজার এলাকায় কসমেটিকস, গার্মেন্টস পোশাক, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

এসময় নিউমার্কেটে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কামরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স অনামিকা কসমেটিকস-এর মালিক মাসুদুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বড় বাজার মোড়ে তরমুজের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ইমরান ফল ভান্ডারের মালিক ইমরান মিয়াকে ৪৫ ধারায় এক হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক রাজন আলীকে একই অপরাধ ও ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং বাড়ানো হয়েছে। বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল।