ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রাত নয়টার দিকে আলেয়া বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আলেয়া বেগম নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ার ফরজ আলীর স্ত্রী।

নিহত আলেয়া বেগমের মেয়ে তানিয়া আক্তার বলেন, ‘ওজু করে নামাজ পড়ার জন্য আমার মা নিজ ঘরে ঢোকেন। চার্জার লাইটে চার্জ না থাকায় নামাজ পড়তে বসার পূর্বে সে চার্জার লাইটটি চার্জ করবে বলেছিল। মা ঘরে ঢোকার কিছুক্ষণ পরে আমিও ঘরের মধ্যে প্রবেশ করি। এসময় ঘরের মেঝের ওপর মাকে পড়ে থাকতে দেখি। চার্জার লাইটটি সেখানেই পড়ে ছিল। এসময় আমার চিৎকারের পরিবারের প্রতিবেশীরা ছুটে আসলে মাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ডাক্তার বলেছে মা বেঁচে নেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবে খোদা বলেন, ‘রাত নয়টার পরে পরিবারের সদস্যরা আলেয়া বেগম নামের ওই নারীকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আপলোড টাইম : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রাত নয়টার দিকে আলেয়া বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আলেয়া বেগম নেহালপুর গ্রামের দক্ষিণপাড়ার ফরজ আলীর স্ত্রী।

নিহত আলেয়া বেগমের মেয়ে তানিয়া আক্তার বলেন, ‘ওজু করে নামাজ পড়ার জন্য আমার মা নিজ ঘরে ঢোকেন। চার্জার লাইটে চার্জ না থাকায় নামাজ পড়তে বসার পূর্বে সে চার্জার লাইটটি চার্জ করবে বলেছিল। মা ঘরে ঢোকার কিছুক্ষণ পরে আমিও ঘরের মধ্যে প্রবেশ করি। এসময় ঘরের মেঝের ওপর মাকে পড়ে থাকতে দেখি। চার্জার লাইটটি সেখানেই পড়ে ছিল। এসময় আমার চিৎকারের পরিবারের প্রতিবেশীরা ছুটে আসলে মাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ডাক্তার বলেছে মা বেঁচে নেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবে খোদা বলেন, ‘রাত নয়টার পরে পরিবারের সদস্যরা আলেয়া বেগম নামের ওই নারীকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।’