ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় শিশু জখম, রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় পারসিয়া (৮) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম শিশু পারসিয়া চুয়াডাঙ্গার বিজিবি সদস্য নায়েক মঈন উদ্দীনের মেয়ে।

বিজিবি সদস্য নায়েক মঈন উদ্দীন বলেন, হায়দারপুরে রাস্তার ধারেই একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তাঁরা। বেলা সাড়ে ১১টার দিয়ে পারসিয়া তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এসময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি গুরুতর জখম হলে বিজিবি সদস্যদের সহায়তায় পারসিয়াকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখেন। পরে সদর হাপসাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যলা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, শিশুটির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। একে সিভিআর হেড ইঞ্জুরি বলা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজকন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সদর থানাধীন হায়দারপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু জখম হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক প্রাইভেটকারটিকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় শিশু জখম, রেফার্ড

আপলোড টাইম : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় পারসিয়া (৮) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম শিশু পারসিয়া চুয়াডাঙ্গার বিজিবি সদস্য নায়েক মঈন উদ্দীনের মেয়ে।

বিজিবি সদস্য নায়েক মঈন উদ্দীন বলেন, হায়দারপুরে রাস্তার ধারেই একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তাঁরা। বেলা সাড়ে ১১টার দিয়ে পারসিয়া তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এসময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি গুরুতর জখম হলে বিজিবি সদস্যদের সহায়তায় পারসিয়াকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখেন। পরে সদর হাপসাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যলা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, শিশুটির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। একে সিভিআর হেড ইঞ্জুরি বলা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজকন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সদর থানাধীন হায়দারপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু জখম হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক প্রাইভেটকারটিকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।