ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় তাঁরা মসজিদ এলাকায় এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা নামে একজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার সকালে ধর্ষণের শিকার ওই মেয়েটির পিতা ঝণ্টু বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে গতকালই আদালতে প্রেরণ করেন। অভিযুক্ত মাসুদ রানা (৫০) দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে এবং দৌলতদিয়ার তাঁরা মসজিদ এলাকার নুর আলম ডেকোরেটরের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির পিতা ঝণ্টু মিয়া চুয়াডাঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। সংসারের অভাব অনটনের কারণে তাঁর স্ত্রীও একাধিক বাসা-বাড়িতে কাজ করেন। স্বামী-স্ত্রী দুজনই সারাদিন বাড়ির বাইরে থাকার সুযোগে মাসুদ রানা প্রায়ই তাঁর মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ই মার্চ সন্ধ্যার দিকে শারীরিক প্রতিবন্ধী মেয়েটির জন্য একটি হুইল চেয়ার নিতে আলুকদিয়া গ্রামে যান ঝণ্টু মিয়া ও তাঁর স্ত্রী। এসময় মেয়েটি একাই বাড়িতে ছিল। সুযোগ পেয়ে মাসুদ রানা ওই মেয়েটির ঘরে ঢোকে। ঘরের মধ্যে মাসুদ রানাকে দেখেই মেয়েটি চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মাসুদ রানা। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় মেয়েটিকে। ঘটনার দিন রাতে মেয়েটির বাবা-মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পরে। পরে গতকাল সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

ধর্ষণের অভিযোগে মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলে,। শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় তাঁরা মসজিদ এলাকায় এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা নামে একজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার সকালে ধর্ষণের শিকার ওই মেয়েটির পিতা ঝণ্টু বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে গতকালই আদালতে প্রেরণ করেন। অভিযুক্ত মাসুদ রানা (৫০) দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে এবং দৌলতদিয়ার তাঁরা মসজিদ এলাকার নুর আলম ডেকোরেটরের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির পিতা ঝণ্টু মিয়া চুয়াডাঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। সংসারের অভাব অনটনের কারণে তাঁর স্ত্রীও একাধিক বাসা-বাড়িতে কাজ করেন। স্বামী-স্ত্রী দুজনই সারাদিন বাড়ির বাইরে থাকার সুযোগে মাসুদ রানা প্রায়ই তাঁর মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ই মার্চ সন্ধ্যার দিকে শারীরিক প্রতিবন্ধী মেয়েটির জন্য একটি হুইল চেয়ার নিতে আলুকদিয়া গ্রামে যান ঝণ্টু মিয়া ও তাঁর স্ত্রী। এসময় মেয়েটি একাই বাড়িতে ছিল। সুযোগ পেয়ে মাসুদ রানা ওই মেয়েটির ঘরে ঢোকে। ঘরের মধ্যে মাসুদ রানাকে দেখেই মেয়েটি চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মাসুদ রানা। ধর্ষণের পর বিষয়টি কাউকে না বলতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় মেয়েটিকে। ঘটনার দিন রাতে মেয়েটির বাবা-মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পরে। পরে গতকাল সোমবার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

ধর্ষণের অভিযোগে মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলে,। শারীরিক প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করেছে।