ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকলের কথা মনোযোগ সহকারে শোনেন। আর আগের কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪২ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। আর সরকারি চাকরির বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশের কর্মরত পুলিশ কনস্টেবল মো. কামাল উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী রামলালের হাতে ক্রেস্ট ও স্মৃতি স্মারক তুলে দেন।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল-আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, মেডিকেল অফিসার (পুলিশ হাসপাতাল) হুমায়রা আক্তার, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

এদিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল দুপুর সাড়ে ১২টায় নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা, গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

আপলোড টাইম : ১০:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকলের কথা মনোযোগ সহকারে শোনেন। আর আগের কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪২ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। আর সরকারি চাকরির বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশের কর্মরত পুলিশ কনস্টেবল মো. কামাল উদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী রামলালের হাতে ক্রেস্ট ও স্মৃতি স্মারক তুলে দেন।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল-আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, মেডিকেল অফিসার (পুলিশ হাসপাতাল) হুমায়রা আক্তার, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

এদিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল দুপুর সাড়ে ১২টায় নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা, গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।