ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় সদর উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা। বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। এক শ্রেণির কুচক্রী মহল বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে উঠে পড়ে লেগেছে। ওই চক্রকে রুখতে আমাদের কাজ করতে হবে। যারা ধর্মীয় অনুভূতির ওপর আঘান হেনে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তারই ধারাবাহিকতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন প্রমুখ।

এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলার কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, বেগমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, আনসার ও ভিডিপি অফিসার রাফিজা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আলুকদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতনসহ আরও অনেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত

আপলোড টাইম : ১২:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় সদর উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা। বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। এক শ্রেণির কুচক্রী মহল বাংলাদেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে উঠে পড়ে লেগেছে। ওই চক্রকে রুখতে আমাদের কাজ করতে হবে। যারা ধর্মীয় অনুভূতির ওপর আঘান হেনে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তারই ধারাবাহিকতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচার প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন প্রমুখ।

এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চেম্বার অব কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলার কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, বেগমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, আনসার ও ভিডিপি অফিসার রাফিজা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আলুকদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতনসহ আরও অনেকে।