ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটি গঠন

আজ থেকে বাজারে বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করার জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
কমিটিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজাকে আহবায়ক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাসান মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. কায়ছার ইকবাল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা ক্যাব-এর সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের মুশফিকুর রহিম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাকিব মাহমুদ।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান।
সভায় সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার থেকে টাস্কফোর্স কমিটির সদস্যরা বাজারে অভিযান শুরু করবেন। বিশেষভাবে ডিম, আলু, তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিত মনিটরিং চালিয়ে যাবো। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সভায় তিনি জানান, বাজার মনিটরিং কার্যক্রম শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, জেলার সব উপজেলায় একযোগে টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসন বাজারে অভিযান পরিচালনা করবে। টাস্কফোর্স কমিটি নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটি গঠন

আজ থেকে বাজারে বিশেষ অভিযান শুরু

আপলোড টাইম : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করার জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
কমিটিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজাকে আহবায়ক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাসান মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. কায়ছার ইকবাল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা ক্যাব-এর সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের মুশফিকুর রহিম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাকিব মাহমুদ।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খান।
সভায় সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার থেকে টাস্কফোর্স কমিটির সদস্যরা বাজারে অভিযান শুরু করবেন। বিশেষভাবে ডিম, আলু, তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিত মনিটরিং চালিয়ে যাবো। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সভায় তিনি জানান, বাজার মনিটরিং কার্যক্রম শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, জেলার সব উপজেলায় একযোগে টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসন বাজারে অভিযান পরিচালনা করবে। টাস্কফোর্স কমিটি নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।