ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার রমজান আলীর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার একমাত্র জীবিত বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. সাইদুর রহমান। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন কথা স্মৃতিচারণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, দৈনিক সময়ের সমীকরণ-এর স্টাফ রিপোর্টার, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পারভীন সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের শোয়েব আহমেদ, হারুন অর রশিদ, বাচ্চু মিয়া, আইরিন রহমান, আমিনুর রহমান, আছিয়া খাতুন প্রমুখ।

মহান বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না।

সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার রমজান আলীর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার একমাত্র জীবিত বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. সাইদুর রহমান। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন কথা স্মৃতিচারণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, দৈনিক সময়ের সমীকরণ-এর স্টাফ রিপোর্টার, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পারভীন সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের শোয়েব আহমেদ, হারুন অর রশিদ, বাচ্চু মিয়া, আইরিন রহমান, আমিনুর রহমান, আছিয়া খাতুন প্রমুখ।

মহান বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না।

সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন।